Google আজকে বিখ্যাত শ্লিপি অস্কার শ্লেমারের সম্মানে নিজেদের ডুডল তৈরি করেছে

Google আজকে বিখ্যাত শ্লিপি অস্কার শ্লেমারের সম্মানে নিজেদের ডুডল তৈরি করেছে
HIGHLIGHTS

অস্কার শ্লেমার 4 সেপটেম্বর 1888 সালে জন্মগ্রহণ করেন আর 13 এপ্রিল 1943 তে তাঁর মৃত্যু হয়

আজকে গুগল বিখ্যাত জার্মান শিল্পি ডিজাইনার আর কোরিওগ্রাফার অস্কার শ্লেমারের Doodle য়ের মাধ্যমে সম্মানিত করেছে। আজকে তাঁর 130 তম জন্মদিন।

আজকের ডুডলে দেখা গেছে যে মানুষের শরীরের গঠনের আর রঙে এক হয়ে গেছে। অস্কার শ্লেমার তাঁর ট্রাইডিশ ব্যালেটের জন্য বিখ্যাত আর যেখানে অভিনেতাকে জ্যামিতির আকারে দেখা যায়।

অস্কার 1919 সালে স্কাল্পচারিস্ট হিসাবে বার্লিনে একটি প্রদর্শনী করেন। আর এর পড়ে তিনি ওয়াল্টার গ্র্যাপিয়স বোহাস স্কুলে পেটীং পড়ানো শুরু করেন। আর এর পরে তিনি ওয়ার্কশপ করানো শুরু করেন।

অস্কার শ্লেমার 4 সেপটেম্বর 1888 সালে জন্মগ্রহণ করেন আর 13 এপ্রিল 1943 তে তাঁর মৃত্যু হয়।

Digit.in
Logo
Digit.in
Logo