অ্যামাজন আজ একটি স্পেশাল ডিস্কাউন্টের আয়োজন করেছে, আইফোন হোক কি অন্য কিছু পাওয়া যাচ্ছে অনেক ডিস্কাউন্টের সঙ্গে
এমনিতে অ্যামাজন প্রায়ই বিভিন্ন ডিস্কাউন্ট দিয়ে থাকে। তবে আজ অভাবনীয় ডিস্কাউন্ট নিয়ে হাজির হয়েছে অ্যামাজন। আজ এই ডিস্কাউন্টে আইফোন থেকে শুরু করে বিভিন্ন অন্যান্য প্রোডাক্টে অনেক ডিস্কাউন্ট দিচ্ছে অ্যামাজন। তবে আর দেরি কিসের এখনই এই স্পেশাল ডিস্কাউন্টের সুযোগ ওঠান। এই স্পেশাল অফার অবশ্য অ্যামাজনের প্রাইমমেম্বাররাই পাবেন।
HMDX JAM Classic P230 Bluetooth Portable Wireless Speaker
এই ব্লুটুথ স্পিকারটি আপনি আজ এই সেলে গ্রে কালারে কিনতে পারবেন। এই স্পিকারটির আসল দাম ২,৯৯০ টাকা কিন্তু আপনি আজ এই ডিল থেকে এই প্রোডাক্টটি কিনে আপনার ২,২৯১ টাকা বাচাতে পারবেন। এর ওপর ৭৭%’র ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে। এটি ৬৯৯ টাকায় পাবেন।
এই হেডফোনটি আপনি আজ এই সেলে আপনি এটি ৭৫% এর ডিস্কাউন্টে কিনতে পারবেন। এই হেডফোনটি র দাম সাইটে ৫,৯৯৯ টাকা বলা হয়েছে। এটি কিনে আপনি আজ আপনার ৪,৫০০ টাকা বাচিয়ে মাত্র ১,৪৯৯ টাকায় আপনার করতে পারবেন।
Lenovo Z2 Plus লেনোভোর এই ফোনটি আপনি আজ মাত্র ১০,৯৯৯ টাকায় কিনতে পারবেন। এই ফোনটির ওপর আজ অ্যামাজন ৪৫% এর ডিস্কাউন্ট দিচ্ছে। এই ফোনটিতে 64GB’র ইন্টারনাল স্টোরেজ আছে আর এই ফোনের র্যাম 4GB’র। এই ফোনটির আসল দাম ১৯,৯৯৯ টাকা।