আজকের সেরা ডিল নিয়ে এল অ্যামাজন ( ৩১ আগস্ট)

আজকের সেরা ডিল নিয়ে এল অ্যামাজন ( ৩১ আগস্ট)
HIGHLIGHTS

অ্যামাজন থেকে আজ এই প্রোডাক্ট গুলি কিনে আপনি আপনার বেছ কিছু টাকা বাচাতে পারবেন

অনলাইন  শপিং ওয়েবসাইট প্রায়ই কোন না কোন প্রোডাক্টে ভাল ডিস্কাউন্ট দেয়। আজও অ্যামাজন বেশ কিছু ভাল প্রোডাক্টে ভাল ডিস্কাউন্টের সুযোগ নিয়ে এসেছে। এবার আপনি এখান থেকে কিছু কিনে আপনার বেশ কিছু টাকা বাচাতে পারবেন।

 

iBall Exemplaire CompBook 14-inch Laptop

আজকের এই ডিলের তালিকায় আছে বেশ কিছু ভাল ল্যাপটপ। আজকের এই সেলে আইবলের এই ল্যাপটপটি আপনি মাত্র ১২,৫৯৯ টাকায় নিজের করতে পারবেন। সাইটে এর আসল দাম ১৫,৯৯৯ টাকা বলা হয়েছে। এই ল্যাপটপটি 2GB DDR3 র‍্যাম যুক্ত । এতে 1.83GHz ইন্টেল অ্যাটোম Z3735F প্রসেসার দেওয়া হয়েছে। এই ল্যাপটপটির ফ্ল্যাশ স্টোরেজ 32GB।

এটি প্রতিমাসে ৫৯৯ টাকার ইএমআইতে কেনা যেতে পারে।

আমেজান থেকে 12,599 টাকায় কিনুন iBall Exemplaire CompBook 14-inch Laptop

Lenovo Ideapad Miix 310 10-1-inch 2-in-1 Laptop

আজকের সেলে আপনি লেনোভোর এই ল্যাপটপটি মাত্র ১৫,৯৯০ টাকায় নিজের করতে পারবেন। এটির আসল দাম অ্যামাজনে ১৭,৪৯০ টাকা বলা হয়েছে। এটি 1.92GHz  ইন্টেল অ্যাটোম x5-Z8350 প্রসেসার যুক্ত। এতে 2GB DDR3L  র‍্যাম আছে। এই ল্যাপটপটির  ব্যাটারি লাইফ একবার চার্জ করলে ১০ ঘন্টা অব্দি চলে।

এটি ৭৬০ টাকা প্রতিমাসের হিসাবেও পাওয়া যাচ্ছে।

আমেজান থেকে 15,990 টাকায় কিনুন Lenovo Ideapad Miix 310 10-1-inch 2-in-1 Laptop

Asus E202SA-FD111D 11.6-inch Laptop

আসুস ব্র্যান্ডের এই ল্যাপটপটি আপনি আজকের এই সেলে মাত্র ১৬,৫৭৯ টাকায় কিনতে পারবেন। এটির আসল দাম ১৭,৯৯০ টাকা বলা হয়েছে। এই ল্যাপটপটি 2.48GHz ইন্টেল সেলেরিয়োন N3060 প্রসেসার যুক্ত। এই ল্যাপটপটিতে 2GB DDR3 র‍্যাম দেওয়া হয়েছে।

এটি আপনি ৭৮৮ টাকা ইএমআইতে কিনতে পারবেন।

আমেজান থেকে 16,673 টাকায় কিনুন Asus E202SA-FD111D 11.6-inch Laptop

Acer One 14 14-inch Laptop

এসার ব্র্যান্ডের এই ল্যাপটপটি আপনি আজকের সেলে ১৮,৮৯৭ টাকায় কিনতে পারবেন। এর আসল দাম অবশ্য ২১,৯৯০ টাকা বলে জানানো হয়েছে। এই ল্যাপটপটিতে 2.4GHz ইন্টেল পেন্টিয়াম N3700 প্রসেয়ার দেওয়া হয়েছে। এর র‍্যাম 4GB DDR3 ।

এই ল্যাপটপটি ৮৯৮ টাকা ইএমআইতে কেনা যাচ্ছে।

আমেজান থেকে 18,897 টাকায় কিনুন Acer One 14 14-inch Laptop

Asus E402NA-GA022T 14-inch Laptop

আসুসের এই ল্যাপটপটি আজকের এই অ্যামাজন সেলে আপনি মাত্র ১৮,৭৮৭ টাকায় নিজের করতে পারবেন। এর আসল দাম অবশ্য ২১,৯৯০ টাকা। এই ল্যাপটপটি 2.4GHz ইন্টেল ডুয়েল কোর সেলেরিয়োন N3350 প্রসেসার যুক্ত। এই ল্যাপটপটিতে 2GB DDR3 র‍্যাম দেওয়া হয়েছে।

এটি আপনি ৮৯৩ টাকা ইএমআইতেও কিনতে পারবেন। 

আমেজান থেকে 18,787 টাকায় কিনুন Asus E402NA-GA022T 14-inch Laptop

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo