digit zero1 awards

অ্যামাজনের দারুন সব পাওয়ার ব্যাঙ্কের সম্ভার

অ্যামাজনের দারুন সব পাওয়ার ব্যাঙ্কের সম্ভার
HIGHLIGHTS

আজকের এই ডিলে মি থেকে ইন্টেক্স সব পাওয়ার ব্যাঙ্ক গুলি নিজের জায়গা করে নিয়েছে

আপনারা যদি ট্র্যাভেলিংয়ের সময়ে ফোনের চার্জ শেষ হওয়ার সমস্যাঊ জর্জরিত আর একটি দারুন পাওয়ার ব্যাঙ্ক কিনতে চান, তবে আজকের এই আর্টিকেলটি আপনাদের জন্যই এসেছে। আজকে অ্যামাজন দারুন সব পাওয়ার ব্যাঙ্কে দারুন ডিস্কাউন্ট দিচ্ছে, আর এর সঙ্গে আপনারা যদি HDFC ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে কেনাকাটা করেন তবে আজকে আপনারা এই পাওয়ারব্যাঙ্ক গুলির ওপরে 5% য়ের আরও ডিস্কাউন্ট পাবেন। আর আজকের এই ডিলে মি থেকে ইন্টেক্স সব পাওয়ার ব্যাঙ্ক নিজের জায়গা করে নিয়েছে।

Mi 10000mAH Li-Polymer Power Bank 2i

আজকে এই পাওয়ার ব্যাঙ্কটি আপনারা অ্যামাজন থেকে মাত্র 899 টাকায় নিজের করতে পারবেন। সাইটে এর আসল দাম 1,199 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।

Intex IT-PB10K Poly-01 10000mAH Lithium Polymer Power Bank 

এই ইন্টেকেসে পাওয়ারব্যাঙ্কটি আজকের এই সেলে আপনারা মাত্র 649 টাকায় নিজের করতে পারবেন। সাইটে এর আসল দাম 1,650 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।

Intex IT-PB11K 11000mAH Power Bank

এই পাওয়ার ব্যাঙ্কটি আপনারা আজকে মাত্র 699 টাকায় নিজের করতে পারবেন। আর সাইটে এর আসল দাম 1,899 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।

Ambrane P-1111 10000mAH Power Bank

এই পাওয়ারব্যাঙ্কটি আজকের সেলে মাত্র 699 টাকায় নিজের করা যাবে। সাইটে এর আসল দাম 1,799 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।

Lenovo 13000mAH Lithium Ion Power Bank

এই পাওয়ার ব্যাঙ্কটি আজকের সেলে আপনারা 899 টাকায় কিনতে পারবেন। সাইটে এর আসল দাম 3,499 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।

Duracell PB3350 5002730 3350mAH Lithium Ion Powerbank

ডুরাসেলের এই পাওয়ার ব্যাঙ্কটি আপনারা আজকের সেলে মাত্র 1,249 টাকায় নিজের করতে পারবেন। সাইটে এর আসল দাম 1,999 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।

Micromax 13000 mAh Power Bank

আজকে এই পাওয়ারব্যাঙ্কটি ব্ল্যাক কালার অপশানে অ্যামাজন থেকে মাত্র 799 টাকায় নিজের করা যাবে। আর সাইটে এর আসল দাম 2,499 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।

নোটঃ সাইটে ডিভাইসের দাম আর অফারে কিছু পরিবর্তন হতে পারে, সাইটে ডিভাইসের দাম আর অফারের এই পরিবর্তন সেই সাইটের ব্যাক্তিরাই করে থাকেন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo