এমনিতে প্রায়ই কোন না কোন জিনিসের ওপর অ্যামাজন বা ফ্লিপকার্ট ডিস্কাউন্ট দিয়ে থাকে। আর আজকে এই ই-কমার্স ওয়েবসাইট গুলি বেশ কিছু জিনিসের ওপর ভাল ডিস্কাউন্ট দিচ্ছে। তা সে স্মার্টফোন হোক, ল্যাপটপ কিম্বা এয়ারকন্ডিশানার। আর আপনারাও যদি এর মধ্যে কোন জিনিস কেনার কথা ভাবছিলেন তবে আজকে সেই জিনিস গুলি কেনার কিছু ভাল সুযোগ এসেছে, তবে আসুন দেখা যাক যে আজকে কোন কোন জিনিসের ওপর অ্যামাজন আর ফ্লিপকার্ট কেমন ডিস্কাউন্ট দিচ্ছে।
Moto Z2 Play (Lunar Grey, 64GB, 4GB RAM), আজকে এই মোটোরোলার ফোনটি অ্যামাজন থেকে 20,200টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এই ডিভাইসটির ওপর আজকে অ্যামাজন 33%’র ডিস্কাউন্ট দিচ্ছে। এর আসল দাম সাইটে 29,999টাকা বলা হয়েছে। এই ফোনটির মান্থলি ইন্সটলমেন্ট শুরু হচ্ছে 960টাকা থেকে। এই ফোনটিতে 12MP’র প্রাইমারি ক্যামেরা আর 5MP’র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এটি একটি 5.5-ইঞ্চির Full HD AMOLED ডিসপ্লের ফোন। এখান থেকে কিনুন।
Moto E4 Plus (Iron Gray, 32 GB) (3 GB RAM), আজকে এই মোটোরোলার ফোনটি ফ্লিপকার্ট থেকে 9,499 টাকায় 5%ডিস্কাউন্টের সঙ্গে কিনতে পাওয়া যাচ্ছে। এর আসল দাম অবশ্য 9,999টাকা বলা হয়েছে। এই ফোনটির মান্থলি নো ক্সট ইন্সটলমেন্ট শুরু হচ্ছে 396টাকা থেকে। এই ফোনটিতে 13MP’র রেয়ার আর 5MP’র ফ্রন্ট ক্যামেরা আছে। আর এই ফোনে একটি 5000 mAhয়ের ব্যাটারি দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।
Moto G5s Plus (Lunar Grey, 64GB), এই মোটোরোলার ফোনটি আজকে অ্যামাজন থেকে 12,999টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এই ফোনটির M.R.P 16,999টাকা বলা হয়েছে। এই ফোনটির মান্থলি ইন্সটলমেন্ট শুরু হচ্ছে 618টাকা থেকে। ফোনটি 13+13MP ডুয়াল ব্যাক ক্যামেরেয়া আর 8MP’র ফ্রন্ট ক্যামেরা যুক্ত। এর অপর অতিরিক্ত 1,000টাকার ডিস্কাউন্ট এক্সচেঞ্চ অফারে পাওয়া যাচ্ছে। এখান থেকে কিনুন।
Mi Max 2 (Black, 64 GB) (4 GB RAM), আজকে এই ফোনটি ফ্লিপকার্ট থেকে 15,999 টাকায় কেনা যাচ্ছে এর আসল দাম অবশ্য 16,999টাকা বলা হয়েছে। এই ফোনটির মান্থলি নো ক্সট ইন্সটলমেন্ট 667টাকা থেকে শুরু হয়েছে। এটি 6.44 ইঞ্চির Full HD ডিসপ্লে যুক্ত। আর এর ব্যাটারি 5300 mAhয়ের। এখান থেকে কিনুন।
HP 15 Core i3 6th Gen – (4 GB/1 TB HDD/Windows 10 Home) 15Q-bu013TU Laptop (15.6 inch, SMoke Grey, 2.1 kg) আজকে এই ল্যাপটপটি ফ্লিপকার্টে 29,990টাকায় কিনতে পাওয়া যাচ্ছে এর ওপর আজকে 6%য়ের ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে। সাইটে এর আসল দাম 31,999টাকা বলা হয়েছে। এর নোকস্ট মান্থলি ইন্সটলমেন্ট 1,250টাকা থেকে শুরু হচ্ছে। এটি একটি 15.6 ইঞ্চির ল্যাপটপ। এখান থেকে কিনুন।
Lloyd 1.5 Ton 3 Star BEE Rating 2017 Split AC – White (LS19A3B, Copper Condenser), আজকে এই এয়ারকন্ডিশানারাটি ফ্লিপকার্ট থেকে 31,490টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এটির ওপর আজকে 7%ডিস্কাউন্টের সঙ্গে কিনতে পাওয়া যাচ্ছে। এর আসল দাম 33,900টাকা বলা হয়েছে। এর মান্থলি ইন্সটলমেন্ট শুরু হচ্ছে 1,077টাকা থেকে। এটি কেনার সময় অ্যাক্সিসব্যাঙ্কের বাজ ক্রেডিট কার্ড দিয়ে কিনলে তার ওপর আরও 5%য়ের ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে। এখান থেকে কিনুন।
আমাদের YouTubeয়ে সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন
আমাদের Instagramয়ে ফলো করতে এখানে ক্লিক করুন
নোটঃ সাইটে জিনিসের দামে কিছু পরিবর্তন দেখা যেতে পারে, যে সাইটের ডিল সেই সাইটের ব্যাক্তিরাই সাইটে জিনিসের দামের পরিবর্তন করতে পারেন।