এবার আপনাকে হার্ট অ্যাটাক থেকে সুরক্ষিত রাখবে এই অ্যাপটি

এবার আপনাকে হার্ট অ্যাটাক থেকে সুরক্ষিত রাখবে এই অ্যাপটি
HIGHLIGHTS

এমন একটি মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে যা হার্টঅ্যাটাকের প্রধান কারন আর্টিয়াল ফিব্রিলেশানকে চিহ্নিত করতে পারবে

বিজ্ঞানীরা এমন একটি মোবাইল অ্যাপের ওপর কাজ করেছে যা হার্টঅ্যাটাকের অন্যতম প্রধান কারন আর্টিয়াল ফিব্রিলেশান চিহ্নিত করতে পারবে। হার্টের স্পিড অসমান বা খুব বেশি দ্রুত হলে তাকে আর্টিয়াল ফিব্রিলেশান বলা হয়, যা হার্টঅ্যাটাক মানে হার্টের কাজ বন্ধ করে দেওয়া আর হার্টের অন্যান্য কাজও শেষ করে দেয়। এয়ারকন্ডিশানার, বা এয়ারকুলার কিংবা মিক্সার সবই পাবেন আজকের এই ফ্লিপকার্ট ডিলে

হার্ট অ্যাটাক যাতে না হয় তার জন্য সঠিক সময় এই বিষয়ে জানা দরকার। ফিনল্যান্ডে টুর্কু বিশ্ববিদ্যালয়ের প্রফেসার জুহানি অ্যাসকিসান বলেছেন যে, “প্রথম বার সাধারন উপকরনের মাধ্যমে এই সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে এক্সার মাধ্যমে এই বিষয়ে চিকিৎসাতে সাহায্য করা সম্ভব হবে”।

থেমে থেমে আর্টিয়াল ফিব্রিলেশান হওয়ার কারনে এই বিষয়ে জানা যায়না আর তাই এই আবিষ্কার অত্যন্ত গুরুত্বপূর্ন।

আবিষ্কারের সময় 300 জন রুগিগে আনা এর সঙ্গে যুক্ত করা হয়েছিল যাদের মধ্যে প্রায় অর্দ্ধেকই আর্টিয়াল ফিব্রিলেশান সমস্যায় জর্জরিত। আবিষ্কারকরা স্মার্টফোনের সাহায্যে এই রোগটি সহজেই চিনতে পারে। আবিষ্কারকদের হিসাবে 96 শতাংশ অব্দি ফল পাওয়া গেছে। আবিষ্কারকদের হিসাবে এই অ্যাপটি কিছু সময়ের মধ্যে আরও উন্নত করা হবে। এটি প্রথমবার আসতেই সাত বছর লেগে গেছে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo