এই সব ফোনে MIUI 11 আসবে আপনার ফোন কি এই তালিকায় আছে?

এই সব ফোনে MIUI 11 আসবে আপনার ফোন কি এই তালিকায় আছে?
HIGHLIGHTS

খুব তাড়াতাড়ি আসবে MIUI 11 য়ের আপডেট

Redmi Note 8 Pro, Redmi Note 8, আর Mi Air Purifier 2C ও ভারতে লঞ্চ হয়েছে

MIUI11 গত কাল ভারতে Redmi Note 8 Pro, Redmi Note 8,আর Air Purifier 2C য়ের সঙ্গে এসেগেছে। শাওমির নতুন MIUI11 আপডেটের ঘোষনা গত মাসে করেছিল আর এটি এই সময়ের OS MIUI 10 য়ের জায়গা নেবে। আর কোম্পানি একটি স্মার্টফোনের তালিকা দিয়েছে যেখানে বলা হয়েছে যে কোন কোন ফোন এখন এই MIUI 11 য়ের আপডেট পাবে।

গত মাসে কোম্পানি MIUI 11 চিনে লঞ্চ করেছিল। আর কোম্পানি দিল্লির ইভেণ্টে বলেছে যে 22 অক্টোবর থেকে 31 অক্টোবরের মধ্যে Poco F1, Redmi K20, Redmi Y3, Redmi 7, Redmi Note 7, Redmi Note 7S और Redmi Note 7 Pro নতুন আপডেট পেতে শুরু করবে। আর সেকেন্ড ফেজ শুরু হচ্ছে 4 নভেম্বর থেকে 12 নভেম্বরের মধ্যে আর এই সময়ে এই ফোন গুলি এই আপডেট পাবে – Redmi K20 Pro, Redmi 6, Redmi 6 Pro, Redmi 6A, Redmi Note 5, Redmi Note 5 Pro, Redmi 5, Redmi 5A, Redmi Note 4, Redmi Y1, Redmi Y1 Lite, Redmi Y2, Redmi 4, Mi Mix 2, আর Mi Max 2।

তৃতীয় ফেজে 13-29 নভেম্বরের মধ্যে Redmi Note 6 Pro, Redmi 7A, Redmi 8, Redmi 8A, আর Redmi Note 8 য়ের জন্য MIUI 11 আপডেট আসবে। আর নতুন লঞ্চ হওয়া রেডমি নোট 8 Pro ফোনটি এই লিস্টে আছে আর এই ডিভাইস 18-26 ডিসেম্বরের মধ্যে এই আপডেট পাবে।

MIUI 11 য়ে অলওয়েজ অন, ডায়ানামিক ক্লক, ওয়ালপেপার ক্রাউজাল, ডায়ানামিক ভিডিও ওয়ালপেপার, প্ল্যাটিং ক্যালকুলেটার, কুইক রিপ্লাই আছে। আর ইভেণ্টে মিন্ট কি বোর্ডের বিষয়ে বলা হয়েছে যা ইংরেজি সহ আরও 25 টি ভারতীয় ভাষা সাপোর্ট করবে

Digit.in
Logo
Digit.in
Logo