বাইক বা স্কুটার কেনার ইচ্ছে আমাদের অনেকেরই থাকে। আর বাঙালির চিরকালীন রোম্যান্টিক এই গান আর সিনেমার সঙ্গেও জুরে আছে সেই বাইক। আর আজকে এখানে আমরা আপনাদের কাছে কিছু বাইকের ডিল নিয়ে এসেছি। আজকে এই বাইক গুলি পেটিএম মলে কেনা যাচ্ছে। আর তাই আপনাদের যদি এর মধ্যে কোন বাইক পছন্দ হয় তবে তা সহজেই এখান থেকে নিজের করতে পারবেন। আসুন তবে দেখা যাক যে আজকে কোন কোন বাইকের ওপর কেমন ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে।
আজকে এই হন্ডার অ্যাক্টিভা বাইকটি যা কিনা একটি 4G বাইক তা পেটিএমমলে 50,884টাকায় কেনা যাচ্ছে। আর এই বাইকের ওপরে ভাল মান্থলি ইন্সটলমেন্ট কিনতে পাওয়া যাচ্ছে। এটি সিলভার মেটালিক কালারে কিনতে পাওয়া যাচ্ছে। এখান থেকে কিনুন।
এই হিরোর মোটোকর্প বাইকটি আজকে এখানে 47,654টাকায় কেনা যাচ্ছে। আর এটি কুইক স্টার্ড ড্রিম ব্রেক হিল ভেরিয়েন্টে আপনারা সর্বাধিক 87Kmphয়ে পাবেন। এখান থেকে কিনুন।
এই সুজুকির বাইকটি আজকে এখানে 76,919টাকায় কেনা যাচ্ছে আর এটির ওপরে ভাল মান্থলি ইন্সটলমেন্ট পাওয়া যাচ্ছে। আর এই বাইকটির রেয়ার ডিস্ক ব্রেক আছে। এখান থেকে কিনুন।
আজকে সুজুকির এই বাইকটি এখানে 54,936টাকায় কেনা যাচ্ছে। আর এই স্কুটারটা অটোমেটিক হেডল্যাও অন, নতুন ডিজিটাল মনিটার ইত্যাদি আছে আর এই সুজিকি ইসি স্টার্ট সিস্টেম যুক্ত। এখান থেকে কিনুন।