আজকে পেটিএমমলে বেস কিছু বাইকের ওপর ভাল ডিস্কাউন্ট দিচ্ছে
সামনে পুজো আর এই সময়ে বন্ধু বা প্রেমিক-প্রেমিকার সঙ্গে বাইকে করে ঘুরতে চান? ভাবছেন নতুন বাইক কিনবেন? কিন্তু বুঝতে পারছেন না যে কোথা থেকে কোন বাইক কিনবেন? তবে আজকে এই বাইকের ডিল গুলি হয়ত আপনাদের কথা মাথায় রেখেই পেটিএমমলে এসেছে। আজকে এই বাইক গুলির ওপর পেটিএমমলে ভাল ডিস্কাউন্ট দেওয়া হচ্ছে।
আজকে এই হিরোর বাইকটি পেটিএমমলে আপনারা 37,700 টাকায় কিনতে পারবেন। এটি একটি 97.2cc ইঞ্জিন যুক্ত বাইক। এর সর্বাধিক পাওয়ার 6.15kw আর এটি সর্বাধিক 87Kmph য়ের স্পিডে যেতে পারে। এখান থেকে কিনুন।
আজকে এই হিরোর বাইকটি আপনারা পেটিএমে 37,700 টাকায় কিনতে পারবেন। এটি একটি 97.2ccইঞ্জিনের বাইক। আর এতে যে চাকা দুটি আছে তার মধ্যে প্রথমটি 2.75×18-4 PR/42p আর 2.75×18-6PR/48 P। এখান থেকে কিনুন।
আজকে এই বাইকটি পেটিএমম লে 53,750 টাকায় কেনা যাবে। এটি ডিজিটাল CDI যুক্ত। আর এটি সাইড ড্রাফট, ভেরিয়েবেল ভেন্টার টাইপ যুক্ত কারবোলেটার যুক্ত। এখান থেকে কিনুন।
আজকে এই মহিন্দ্রার বাইকটি প্যাসিফিক ম্যাট ব্লু কালারে কেনা যাবে। এটি আজকে 53,030 টাকায় আপনার হতে পারে। এর সিটের রঙ ব্রাউন আর এটি হাই পার্ফর্মেন্স M TEC ইঞ্জিন যুক্ত বাইক। এখান থেকে কিনুন।