Tata Nexon EV-র দাম একবারে 85,000 টাকা কমল! এখন কত দামে মিলছে এই গাড়ি?
Tata Motors তাদের Tata Nexon EV -র দাম কমালো অনেকটাই
Tata Nexon EV -র টপ এন্ড মডেলগুলোর উপর এখন 85,000 টাকার ছাড় মিলছে
একই সঙ্গে এই গাড়ির Max লাইন আপে যুক্ত হল একটি নতুন গাড়ি
আপনার কি এখন গাড়ি কেনার পরিকল্পনা আছে? মূলত ইলেকট্রিক গাড়ি? তাহলে আপনার জন্য একটা সুখবর আছে। Tata Nexon EV -র দাম এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। Tata Motors -এর তরফে এই গাড়ির যে টপ এন্ড ভ্যারিয়েন্ট আছে সেগুলোর দাম 85,000 টাকা কমানো হয়েছে। একই সঙ্গে একটি নতুন গাড়ি যোগ করা হয়েছে এই গাড়ির Max লাইন আপে। তাহলে নতুন এই ছাড়ের পর Tata Nexon EV এর দাম এখন কত হল? Tata Nexon EV Prime এখন গ্রাহকরা কিনতে পারবেন 14.49 লাখ টাকাতেই। অন্যদিকে Tata Nexon EV Max -এর দাম শুরু হচ্ছে 18.99 টাকা থেকে। তবে মনে রাখবেন এই দুটো দামই কিন্তু এক্স শোরুম দাম।
Tata Nexon EV Max -এর রেঞ্জ বাড়ানো হয়েছে সংস্থার তরফে। এখন এই গাড়িটি এক চার্জে 453 কিলোমিটার পর্যন্ত যেতে পারবে। Tata -র ঝুলিতে এখন যত ইলেকট্রিক গাড়ি আছে তার মধ্যে এই Tata Nexon EV সব থেকে বেশি বিক্রি হচ্ছে এবং জনপ্রিয়।
অন্যদিকে কিছুদিন আগেই মাত্র Mahindra -র তরফে জানানো হয়েছে XUV400 গাড়িটির দাম ঘোষণা করা হয়েছে। এরপরই মনে করা হচ্ছে সেই গাড়িটিকে বাজারে কড়া টক্কর দেওয়ার জন্য এক ধাক্কায় এই গাড়ির দাম 85,000 টাকা কমানো হয়েছে। অন্যদিকে Tata Nexon EV -র বেস মডেলটির দাম 50,000 টাকা কমানো হয়েছে। এবং Tata Nexon EV Max এর XZ+ Lux ভ্যারিয়েন্টটির দাম 85,000 কমানো হয়েছে। এবার দেখুন কোন গাড়ির দাম কতটা কমানো হল।
কোন মডেলের কত দাম কমল?
Tata Nexon EV Prime XM – 14.99 লাখ থেকে 14.49 লাখ টাকা হয়েছে। 50,000 টাকা কমেছে।
Tata Nexon EV Prime XZ+ – 16.30 লাখ টাকা থেকে কমে 15.99 লাখ টাকা হয়েছে। 31,000 টাকা কমেছে।
Tata Nexon EV Prime XZ+ Lux – 17.30 লাখ টাকা থেকে 16.99 লাখ টাকা হয়েছে। 31,000 টাকা কমেছে।
Tata Nexon EV Max XM (3.3kW)- 16.49 লাখ টাকা। এটার দাম কমেনি।
Tata Nexon EV Max XZ+ (3.3kW)- 18.34 লাখ টাকা থেকে 17.49 লাখ টাকা করা হয়েছে। 85,000 টাকা কমানো হয়েছে।
Tata Nexon EV Max XZ+ Lux (3.3kW)- 19.34 লাখ টাকা থেকে কমে 18.49 লাখ টাকা করা হয়েছে। এখানেও 85,000 টাকা কমেছে।
Tata Nexon EV Max XM (7.2kW)- 16.99 লাখ টাকা আছে। এটার দাম কমানো হয়নি।
Tata Nexon EV Max XZ+ (7.2kW) – 18.84 লাখ টাকা থেকে কমিয়ে 17.99 লাখ টাকা করা হয়েছে। 85,000 টাকা কমানো হয়েছে দাম।
Tata Nexon EV Max+ Lux (7.2kW) – 19.84 লাখ টাকা থেকে কমে 18.99 লাখ টাকা হয়েছে দাম। এখানেও 85,000 টাকা কমানো হয়েছে।
Tata Nexon EV -তে এখন বেশি রেঞ্জ মিলছে। এই গাড়ির রেঞ্জ বাড়িয়ে 456 কিলোমিটার করা হয়েছে। আগে এই গাড়িতে 437 কিলোমিটারের রেঞ্জ মিলত এক চার্জে। ফলে এখন 16 কিলোমিটার অতিরিক্ত চলতে পারবে এই গাড়ি। কিন্তু ব্যাটারি বাড়ানো হয়নি। এখনও এখানে 40.5 kWh ব্যাটারি মিলবে।
অন্যদিকে Tata Nexon EV Max -এর একটি নতুন গাড়ি আনা হয়েছে। এন্ট্রি লেভেলের XM ট্রিম গাড়ি আনা হয়েছে। এই গাড়ির দাম রাখা হয়েছে 16.49 লাখ টাকা রাখা হয়েছে। এখানে গ্রাহকরা। নানা অত্যাধুনিক ফিচার পাবেন যার মধ্যে আছে পুশ বাটন স্টার্ট, ডিজিটাল TFT ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, রিয়ার ডিস্ক ব্রেক। Tata Nexon EV Max XM নতুন মডেলের দাম রাখা হয়েছে 18.34 লাখ টাকা। জানা গিয়েছে এই গাড়ির ডেলিভারি আগামী এপ্রিল মাসে শুরু হবে।
Subhasmita Kanji
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile