ভারতের গাড়ির বাজারে এখন ব্যাপক চাহিদা দেখা যাচ্ছে। পেট্রোল, ডিজেল হোক কিংবা ইলেকট্রিক অথবা CNG গাড়ি সমস্ত কিছুরই চাহিদা বেশ ভালো। আর সেই কথা মাথায় রেখেই একটার পর একটা গাড়ি প্রস্তুতকারক সংস্থা তাদের নিত্য নতুন মডেল, ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ করছে। বর্তমানে ভারতের অন্যতম সেরা এবং জনপ্রিয় গাড়ি হচ্ছে Tiago NRG। এই গাড়ি জনপ্রিয় হওয়ার মূল কারণ হল এতে যেমন দুর্দান্ত মাইলেজ পাওয়া যায়। তেমনই এই গাড়িটি সুরক্ষার দিক থেকেও সেরা।
এবার এই জনপ্রিয় গাড়ি, Tata Tiago এর CNG মডেল লঞ্চ করা হল। Tata Motors এর তরফে শনিবার দিন Tata Tiago এর CNG মডেলটি লঞ্চ করা হয়েছে। ভারতে Tata Tiago NRG CNG XT গাড়িটির দাম রাখা হয়েছে 7.4 লাখ টাকা। এটি অবশ্যই এই গাড়ির এক্স শোরুম দাম। অন্যদিকে Tata Tiago NRG CNG XZ গাড়িটির দাম রাখা হয়েছে 7.8 লাখ টাকা। সেটাও এক্স শোরুম দাম। Tata Tiago NRG CNG XT গাড়িটির যে দাম রাখা হয়েছে সেটি তার পেট্রোল মডেল তুলনায় প্রায় 90,000 টাকা বেশি।
এই নতুন Tata Tiago NRG CNG গাড়িতে গ্রাহকরা পেয়ে যাবেন CNG ট্যাংক। এই ট্যাংকের ক্যাপাসিটি হচ্ছে 60 লিটার। পাশাপাশি গ্রাহকরা এই গাড়িতে অনেকটা বুট স্পেস পাবেন। এই গাড়িটিতে হ্যাচব্যাকে পাওয়ারের জন্য 1.2 লিটার, 3 সিলিন্ডার রেভোট্রন অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন দেওয়া হয়েছে। 72 bhp ক্ষমতা এবং 95 nm টর্ক উৎপাদন তৈরি করতে সক্ষম এই ইঞ্জিন। এমনটাই জানানো হয়েছে Tata Motors এর তরফে। 5 স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের সঙ্গে এই ইঞ্জিন যুক্ত করা আছে।
তবে যদি এই নতুন মডেলের ডিজাইন বা লুকের কথা বলেন তাহলে বলব কোনও পরিবর্তন হয়নি এই গাড়ির। চালক এখানে পেয়ে যাবেন ডিজিটাল ডিসপ্লে। এছাড়া এই গাড়িতে রয়েছে একটি 7 ইঞ্চির ইনফোটেইমেন্ট সিস্টেম। সঙ্গে কুল্ড গ্লোভবক্স, ফুয়েল সুইচ বাটন, হাইট অ্যাডজাস্ট করা যায় এমন সিট ড্রাইভারের জন্য মিলবে এই গাড়িতে। I-CNG ব্যাজ আছে এই গাড়িতে। সেটা গাড়ির পিছনের দিকে দেখা যাবে।
Tata Tiago NRG গাড়িটির দুটি মডেল আছে XT এবং XZ। এই দুটি মডেলেই গ্রাহকরা পেয়ে যাবেন বিভিন্ন সেফটি ফিচার, যেমন ডুয়াল এয়ার ব্যাগ, ABS, EBD সিস্টেম। এছাড়া এই গাড়িতে আছে কর্নার স্টেবিলিটি কন্ট্রোল, রিয়ার পার্ক অ্যাসিস্ট সেন্সর। শুধু তাই নয়, রিয়ার ওয়াশ ওয়াইপার মিলবে এই গাড়িতে, একই সঙ্গে এই গাড়ি অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কারপ্লে দুটোকেই সাপোর্ট করবে।
এই গাড়িটি নিজে থেকেই CNG থেকে পেট্রোলে সুইচ করে যেতে পারবে কারণ এতে দেওয়া আছে ICNG টেকনোলজি। যদি দেখা যায় যে এই গাড়িতে কোনও ভাবে গ্যাস লিক করছে তাহলে গাড়িটি নিজেই পেট্রোল মোডে চেঞ্জ হয়ে যাবে। Tata Tiago NRG CNG মডেল গাড়িটি মিডনাইট প্লাম, ফ্লেম রেড, অ্যারিজোনা ব্লু, ইত্যাদি রঙে উপলব্ধ আছে।