Sundar pichai-এর মুকুটে নতুন পালক, পেলেন পদ্মভূষণ সম্মান, ভারত সম্পর্কে কী বার্তা দিলেন তিনি?

Sundar pichai-এর মুকুটে নতুন পালক, পেলেন পদ্মভূষণ সম্মান, ভারত সম্পর্কে কী বার্তা দিলেন তিনি?
HIGHLIGHTS

সুন্দর পিচাই পেলেন পদ্মভূষণ সম্মান

জানালেন তিনি যেখানেই যান সেখানেই ভারতের সংস্কৃতি বয়ে নিয়ে চলেন

প্রধানমন্ত্রীর ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের প্রশংসা করেন তিনি

Google- এর সিইও Sundar Pichai পদ্মভূষণ সম্মানে সম্মানিত হলেন। সান ফ্রান্সিসকোয় এই পুরস্কার পেয়ে দারুন আপ্লুতবোধ করেন তিনি। সুন্দর পিচাইয়ের হাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতীয় রাষ্ট্রদূত তরণজিৎ সিং সান্ধু এই পুরস্কার তুলে দেন। তিনি বলেন ভারতের মাদুরাই থেকে বিশ্ব মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করছেন তিনি, ভারতের প্রতিভা এবং উদ্ভাবনী শক্তির প্রমাণ দিয়েছেন। অন্যদিকে সুন্দর পিচাই জানান, এই দেশ তাঁর জীবনেরই একটা অংশ। তাঁর কথায়, 'আমার অবিচ্ছেদ্য অংশ ভারত।' একই সঙ্গে তিনি বলেন, 'আমি যেখানেই যাই না কেন আমার বুকের মধ্যে করে ভারতকে আজকে নিয়ে যাই।'

গত শুক্রবার, 2 ডিসেম্বর এই সম্মান পান Google- এর সিইও। তিনি একই সঙ্গে অ্যালফাবেটের সিইও বটে। তরণজিৎ এই বিষয়ে টুইটারে (Twitter) একটি পোস্ট করেন। তিনি টুইট করে লেখেন সান ফ্রান্সিসকোতে গুগল এবং অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাইকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করা হল। ভীষণ আনন্দের বিষয় এটা। মাদুরাই থেকে তাঁর এতদূরের যাত্রা ভারতের প্রতিভা এবং উদ্ভাবনী শক্তির প্রমাণ দেয়।

Padmabhushan Sundar Pichai

এই বিষয় নিয়ে সুন্দর পিচাইও তাঁর ব্লগে অনুভূতির কথা জানান। মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতীয় রাষ্ট্রদূত তাঁর হাতে দেশের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান তুলে দিয়েছেন। তিনি সেই কথা স্মরণ করে লেখেন, 'ভারতীয় রাষ্ট্রদূত সান্ধুকে আমার ধন্যবাদ।' একই সঙ্গে তিনি ভারত সরকার এবং ভারতের জনগণকে ধন্যবাদ জানান। জানান শ্রদ্ধাও। তিনি বলেন যে ভারত তাঁর জীবনের অবিচ্ছেদ্য অংশ। পিচাইয়ের কথায়, গুগল এবং ভারতের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সেটা তিনি এগিয়ে নিয়ে যাবেন। তিনি  চান আরও বেশি মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে।

একই সঙ্গে এই ভারতীয় বলেন প্রযুক্তির যে দ্রুত পরিবর্তন ঘটছে সেটার সাক্ষী থাকতে পেরে তিনি গর্বিত। একই সঙ্গে তিনি বলেন ভারতে যে ডিজিটাল পেমেন্ট পদ্ধতি আনা হয়েছে কিংবা ভয়েস প্রযুক্তিতে পরিবর্তন আনা হয়েছে সেগুলো শুধু দেশ নয়, গোটা ভারতকে সাহায্য করেছে। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীর ডিজিটাল ইন্ডিয়া (Digital India) প্রকল্পের প্রসংশা করেন।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo