Sony এবার ছক্কা হাঁকাল CES 2023-এ। মোবাইল, টিভি, ইত্যাদির পর এবং অটোমোবাইল সেক্টরেও পা রাখল এই টেক জায়ান্ট। তারা তাদের প্রথম ইলেকট্রিক গাড়ি বাজারে আনতে চলেছে। এই গাড়ির নাম তারা রেখেছে Afeela। তবে এই কাজের জন্য তারা Honda-র সঙ্গে হাত মিলিয়েছে। এই গাড়িটির প্রোটোটাইপ CES 2023-এ দেখানো হয়েছে।
Afeela-র প্রথম ঝলক CES 2023-এ দেখানো হয়েছে। এই গাড়ির ডিজাইন এবং স্টাইল দেখে লোকজন অবাক হয়ে গিয়েছেন। এটি একটি সেডান গাড়ি হতে চলেছে। এই গাড়িতে থাকবে 45টি ক্যামেরা এবং সেন্সর। এছাড়া এখানে গ্রাহকরা পেয়ে যাবেন একটি ছোট মিডিয়া স্ক্রিন। সেখানে আবার আছে হেডলাইট। ফলে সবটা মিলিয়ে এই গাড়িতে মিলেছে একটি দুর্দান্ত ক্লাসি লুক।
জানা গিয়েছে Aleefa-র উৎপাদন খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। ইয়াশুহিদে মিজুনো, যিনি Sony Honda Mobility এর প্রধান এগজিকিউটিভ তিনি এই গাড়ির প্রথম লুক দেখানোর পর এমনটা জানিয়েছেন। শুধু তাই নয়, তিনি আরও জানিয়েছেন যে এই গাড়ির প্রিবুকিং নেওয়া শুরু হবে 2025-র প্রথম থেকে। আর সেই বছর থেকেই এই গাড়ির বিক্রি শুরু হবে বলে জানা গিয়েছে।
যে কোনও কিছুর গতিশীলতার জন্য যে নিরাপত্তা জরুরি সেটা Sony Honda Mobility-র তরফে আরও একবার মনে করিয়ে দেওয়া হয়। আর সেই কারণেই এই গাড়িতে দেওয়া হচ্ছে Sony-র সেন্সর এবং Honda-র নিরাপত্তা।
জানা গিয়েছে একবার Afeela-র প্রোডাকশন শুরু হয়ে গেলে এবং ডেলিভারির জন্য সেটা তৈরি হয়ে গেলে এটা সবার আগে উত্তর আমেরিকায় পাঠানো হবে। সেখানকার গ্রাহকরা জন্য সবার আগে এই গাড়িটিকে পৌঁছে দেওয়া হবে। আমেরিকার পর এই গাড়িটিকে ধাপে ধাপে জাপান এবং ইউরোপের বাজারে আনা হবে। কিন্তু এই গাড়ির বুকিং শুরু হয়ে যাবে 2025 সাল থেকেই।
তবে এই গাড়ির অন্যতম আকর্ষণীয় ফিচার হল এর বিল্ট ইন PS 5 সাপোর্ট। অর্থাৎ গেমারদের জন্য দারুন আকর্ষণীয় হতে চলেছে এই গাড়ি। তবে এই গাড়িতে বিল্ট ইন ফিচার হিসেবে কী কী থাকবে সেটা জানায়নি। তবে এই গাড়িতে দুর্দান্ত অডিও ভিজ্যুয়াল অভিজ্ঞতা মিলবে সেটা নিশ্চিন্তে বলা যায়। কারণ গাড়িটির নির্মাণ করেছে Sony।