নতুন ফোনে Snapdragon নাকি MediaTek কোন প্রসেসর থাকা বাঞ্ছনীয়? কেন?

Updated on 29-Jan-2023
HIGHLIGHTS

আজকাল কিছু স্মার্টফোনে MediaTek প্রসেসর থাকে, কিছুতে Snapdragon

Qualcomm -এর যে চিপসেট আছে সেটার নাম Snapdragon

MediaTek হল একটি তাইওয়ানের সংস্থা

যাঁরা ভীষণ রকম টেক স্যাভি তাঁরা তো বটেই, এমনকি খুব সাধারণ মানুষও স্মার্টফোন কেনার আগে আজকাল একাধিক বিষয়ে নজর দেন। না কেবল বাজেট নয়, বাজেটের মধ্যে যে ফোন আসছে তাতে কী কী ফিচার বা স্পেসিফিকেশন মিলছে সেটাও অনেকে দেখে নেন। যেমন ফোনে কোন ডিসপ্লে থাকবে, ব্যাটারি কত, কোন সফটওয়্যার, ক্যামেরা, ইত্যাদি। এগুলোর সঙ্গে অবশ্যই খেয়াল করুন প্রসেসর। সিস্টেম অন চিপের মধ্যে থাকে প্রসেসর। বেশ কিছু সংস্থা আছে যারা এই চিপসেট বানিয়ে থাকে। কী কী থাকে এই চিপসেটের মধ্যে? প্রসেসর বা CPU, গ্রাফিক্স ইউনিট বা GPU এবং মেমোরি, স্টোরেজ। যাঁরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তাঁরা মূলত দুই ধরনের চিপসেটের নাম শুনে থাকেন। এই চিপসেট দুটি হল Snapdragon এবং MediaTek। কিছু কিছু ক্ষেত্রে Exynos বা Unisoc ব্যবহার করা হয়ে থাকে। অন্যদিকে iPhone -এর ক্ষেত্রে ব্যবহৃত হয় Apple -এর নিজের চিপসেট। কিন্তু জনপ্রিয় হচ্ছে প্রথম দুটি। এবার এই দুটির মধ্যে কোনটা ভাল? Snapdragon নাকি MediaTek? 

Snapdragon এর গুণাবলী

Qulacomm -এর যে চিপসেট আছে সেটার নাম হল Snapdragon। এই Qualcomm হল একটি মার্কিন সেমি কন্ডাকটর কোম্পানি। এই কোম্পানি পৃথিবীর মধ্যে সব থেকে জনপ্রিয় চিপসেট প্রস্তুতকারক সংস্থা। চলতি বছর, অর্থাৎ 2023 সালের অধিকাংশ অ্যান্ড্রয়েড স্মার্টফোনেই এই Qualcomm -এর Snapdragon চিপসেট থাকবে। আপাতত এই সংস্থার সব থেকে নতুন এবং দুরন্ত চিপসেট হল Snapdragon 8 Gen 2। এই প্রসেসর যে ফোনে থাকে সেগুলোর দাম একটু বেশির দিকে থাকে। অন্যদিকে Snapdragon 7 সিরিজের যে প্রসেসরগুলো আছে সেগুলো দেখা যায় মিড রেঞ্জের যে কোনও ফোনে। এটার সঙ্গে থাকে Snapdragon 6 প্রসেসর। আর কম দামী বা সস্তার ফোনে দেখা যায় Snapdragon 4 সিরিজের চিপসেট। মনে রাখবেন Snapdragon -এর চিপসেট মানেই আপনি সেই ফোনে পাবেন দুরন্ত পারফরমেন্স সহ দারুন ব্যাটারি এফিসিয়েন্সি। 

MediaTek এর বিষয়ে জেনে নিন

তাইওয়ানের সংস্থা হল MediaTek। আপনি যদি সস্তায় ভাল প্রসেসর যুক্ত ফোন কিনতে চান তাহলে অবশ্যই MediaTek প্রসেসর যুক্ত ফোন কিনুন। MediaTek Dimensity প্রসেসরের জনপ্রিয়তা ইদানীংকালে বেশ দেখা যাচ্ছে। সঙ্গে আছে MediaTek Helio -এর চিপসেট। তবে এটি একটু সস্তার প্রসেসর। তবে হ্যাঁ, এই বিষয়ে বলে রাখা ভাল, এই প্রসেসর নিয়ে কিন্তু একাধিকবার প্রশ্ন উঠেছে। অনেকেই দাবি করেছেন Snapdragon -এর মতো MediaTek ব্যাটারি এফিসিয়েন্ট নয়। 

Snapdragon এবং MediaTek তো হল, Exynos এবং Unisoc এর গুণাগুণ এক ঝলক দেখা যাক! 

Exynos: Samsung কোম্পানির ফোনে মূলত এই প্রসেসর দেখা যায়। কারণ Samsung নিজেই এই Exynos ব্র্যান্ডের অধীনে চিপসেট বানায়। Samsung -এর কিছু ফোনে অবশ্য Snapdragon -এর চিপসেট ব্যবহৃত হতে দেখা যায়। তবে হ্যাঁ, Samsung ছাড়াও অন্যান্য কিছু ব্র্যান্ডের ফোনে এই চিপসেট দেখা যায়। তবে এই চিপসেট Snapdragon বা MediaTek -এর মতো অতটা জনপ্রিয় নয়। 

Unisoc: বাজেট ফ্রেন্ডলি কিছু ফোনে এই প্রসেসর দেখা যায়। এটি একটি চিনা চিপসেট। Motorola বা এমন একাধিক ব্র্যান্ডের ফোনে এই চিপসেট ব্যবহৃত হয়ে থাকে। পারফরমেন্সের দিকে অনেকটাই পিছিয়ে আছে এই চিপসেট। একই সঙ্গে ব্যাটারি এফিসিয়েন্সিতেও পিছিয়ে রয়েছে এটি Snapdragon এবং MediaTek -এর তুলনায়।

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.

Connect On :