অ্যামাজন এই স্মার্টফোন গুলিতে দিচ্ছে বিশাল ডিস্কাউন্ট

Updated on 04-May-2017
HIGHLIGHTS

অ্যামাজন অনেক গুলি স্মার্টফোনে বিশাল ডিস্কাউন্ট দিচ্ছে

বর্তমান জীবনে স্মার্টফোন ছাড়া একমুহুর্তও থাকার কথা আমরা ভাবতে পারিনা. এখনকার দিনে স্মার্টফোন একটি অত্যন্ত দরকারী জিনিস. আপনিও যদি একটি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন এবং আপনার বাজেট খুব একটা বেশি না হয় তবে অ্যামাজনে স্মার্টফোনের ওপর যে ডিস্কাউন্ট চলছে তাতে হয়ত আপনার বাজেটের মধ্যে স্মার্টফোন কেনা সহজ হবে.

Xolo Era 2 (Black)

Xolo’র এই স্মার্টফোনের দাম Rs.5,299. অ্যামাজনে এটি 13% ডিস্কাউন্টের সঙ্গে পাওয়া যাচ্ছে. ডিস্কাউন্টের পরে আপনি এই স্মার্টফোনটিকে Rs.4,598 এ কিনতে পারবেন. এই স্মার্টফোনটি EMI তাও পাওয়া যাচ্ছে.

আমেজান থেকে 4,598 টাকায় কিনুন Xolo Era 2 (Black)

Micromax Vdeo1 (Champagne)

এই স্মার্টফোনটির দাম Rs.5,499. এই স্মার্টফোনটি অ্যামজনে Rs.4,765 দিয়ে কেনা যেতে পারে. এই স্মার্টফোনে 5MP আর 2MP’র ক্যামেরা আছে. এই ডিভাইসের ব্যাটারি 1600mAh. এই ডিভাইসটির ওপর এক বছরের ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি পাওয়া যাচ্ছে.

আমেজান থেকে 4,765 টাকায় কিনুন Micromax Vdeo1 (Champagne)

Swipe Konnect Star (4G VoLTE, with 12 Regional Languages, Gold)

এই স্মার্টফোনটি অ্যামাজন থেকে Rs.3,789 তে কেনা যেতে পারে. এই ডিভাইসে 4 ইঞ্চির WVGA ডিসপ্লে আছে. এই ডিভাইসে 1GB র্যাম আর 16GB ইন্টারনাল স্টোরেজ আছে. এছাড়া এই স্মার্টফোনটি 12টি ভারতীয় ভাষা সাপোর্ট করে.

আমেজান থেকে 3,789 টাকায় কিনুন Swipe Konnect Star (4G VoLTE, with 12 Regional Languages, Gold)

Lenovo A6600 (Black)

লেনোভোর এই স্মার্টফোনটিকে Rs.6,545 এ কেনা যেতে পারে. এই স্মার্টফোনটিতে 8MP আর 2MP ক্যামেরা আছে. এই ডিভাইসটিতে 6.0  মার্শমেলো অপারেটিং সিস্টেম আছে. এই ডিভাইসের ব্যাটারি 2300mAh.

আমেজান থেকে 6,545 টাকায় কিনুন Lenovo A6600 (Black)

Intex Cloud Q11-4G (Champagne,VR Enabled)

এই স্মার্টফোনটির দাম Rs.8,290. এই স্মার্টফোনটি Rs.5,190 দিয়ে অ্যামাজন থেকে কেনা যেতে পারে. এই ডিভাইসে রেয়ার ক্যামেরা 8MP আর ফ্রন্ট ক্যামেরা 5MP. এই ডিভাইসে 2800mAh এর ব্যটারি আছে.

আমেজান থেকে 5,190 টাকায় কিনুন Intex Cloud Q11-4G (Champagne,VR Enabled)

 

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :