পুলিশ Aadhaar-Bank ডিটেল চাইছে? ভুলেও তথ্য দেবেন না, হারাবেন সর্বস্ব! কেন জানুন

পুলিশ Aadhaar-Bank ডিটেল চাইছে? ভুলেও তথ্য দেবেন না, হারাবেন সর্বস্ব! কেন জানুন
HIGHLIGHTS

টুইটারে এক ব্যক্তি জানিয়েছেন তাঁকে নাকি পুলিশের তরফে কল করা হয়

তাঁকে বলা হয় যে তাঁর ATM কার্ড নাকি একজন চোরের থেকে উদ্ধার করা হয়েছে

তাই তাঁকে সমস্ত তথ্য দিতে হবে তাঁর ব্যাংকের, এমনকি OTP-ও

প্রতারকরা আবার নতুন ফন্দি এঁটেছে সাধারণ মানুষকে ঠকাতে। পুরনো সমস্ত পন্থা ফেলে একেবারে ব্র্যান্ড নিউ উপায় বের করেছে যাতে নাগরিকদের ভয় পাইয়ে তাঁদের থেকে সমস্ত তথ্য হাতিয়ে নেওয়া যায়।

গত মাসেই WhatsApp -এ ব্যবহারকারীদের কাছে একাধিক ফোন আসে। এবং তাও সেই সমস্ত নম্বরই বিদেশি নম্বর। দেওয়া হয় চাকরির টোপ, পাঠানো হয় বেশ কিছু সন্দেহজনক লিংক। আর বলাই বাহুল্য সেসব লিংকে ক্লিক করলে আপনার ক্ষতি অবধারিত।

এখন তাই প্রতারকরা নিজেদের পুলিশ হিসেবে পরিচয় দিচ্ছে। কোনও ভাবে ভয় দেখিয়ে, পটিয়ে OTO থেকে ব্যাংকের তথ্য, Aadhaar Card এর তথ্য হাতিয়ে নিচ্ছে নাগরিকদের টাকা হাতানোর জন্য। 

ফিল্ম সমালোচক সুচরিতা ত্যাগী সম্প্রতি টুইটারে জানান তিনি একটি অটোমেটেড কল পেয়েছেন যা কিনা রাহুল সিং বলে একজন পুলিশ অফিসারের কাছে পরে রিডাইরেক্ট করা হয়। এই ভদ্রলোক নিজেকে দিল্লির একটি থানার অফিসার বলে পরিচয় দেব এবং বলেন সুচরিতা নাকি তাঁর Aadhaar Card এবং ATM কার্ড হারিয়ে ফেলেছেন। তাঁর থেকে OTP পর্যন্ত চাওয়া হয়।

যদিও তিনি সেই চালাকি ধরে ফেলেন। এবং তিনি CVV বা কার্ডের শেষ চারটে নম্বর যা প্রতারক তাঁকে বলতে বলেছিল সেগুলো না বলে বলেন তিনি থানায় নিজেই যোগাযোগ করে নেবেন। এবং পরে তিনি সত্যিই এই বিষয়ে অভিযোগ জানান। 

আরও পড়ুন: Android ফোনে থাবা ভাইরাস ডামের! তথ্য চুরি রুখতে কোন পরামর্শ দিচ্ছে কেন্দ্রীয় সংস্থা?

তিনি একই সঙ্গে বলেন যে ভাবে ভদ্রলোক কথা বলছিল সেটা কিন্তু কেউ একটু অসাবধান হলেই তাঁর কথায় পটে যাবেন। বিশেষ করে সিনিয়র সিটিজেন বা যাঁরা এসব চক্করের কথ জানেন না তাঁদের ফাঁসানো এঁদের হাতের তালু চেনার মতো সহজ। তিনি একই সঙ্গে কোন নম্বর থেকে কল পেয়েছিলেন সেটাও জানান। এবং বলেন সেটা 9 সংখ্যার নম্বর, 10 সংখ্যার নম্বর। 

তাঁর এই টুইটারে আরও একাধিক ব্যক্তি জানান যে তাঁরাও একই জিনিসের সম্মুখীন হয়েছেন। ইতিমধ্যেই দিল্লির একাধিক পুলিশ স্টেশনে এবং সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে এই বিষয়ে অভিযোগ জানানো হয়েছে। 

Scammers pretending to be Delhi police and asking for bank and aadhaar details

কী করে সতর্ক থাকবেন প্রতারকদের থেকে –

1. মনে রাখবেন পুলিশ, এমনকি ব্যাংকের লোকেরাও কেউ আপনার থেকে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, Aadhaar নম্বর, ইত্যাদি ফোন করে চাইবে না। কেউ চাইলে বলুন আপনি সেখানে গিয়ে নিজে যোগাযোগ করবেন সে থানা হোক বা ব্যাংক। 

2. কাউকে OTP বা ATM কার্ডের CVV নম্বর মনের ভুলেও বলবেন না। ওটা আপনার ব্যক্তিগত তথ্য। 

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ ইউজারদের প্রাইভেসি নিয়ে আরও সতর্ক হল সংস্থা! 10 ভারতীয় ভাষায় লঞ্চ করল নতুন ফিচার

3. কোনও সন্দেহজনক লিংকে ক্লিক করবেন না। 

4. এমন ফোন বা মেসেজ পেলে ঘাবড়াবেন না। স্রেফ কেটে দিন এবং অভিযোগ জানান।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo