Sawan Somvar: শ্রাবণ মাসের প্রথম সোমবার আপনার প্রিয়জনদের পাঠান WhatsApp মেসেজ, দেখে নিন সেরা বার্তা

Sawan Somvar: শ্রাবণ মাসের প্রথম সোমবার আপনার প্রিয়জনদের পাঠান WhatsApp মেসেজ, দেখে নিন সেরা বার্তা
HIGHLIGHTS

22শে জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবার

শাস্ত্রে বলা হয় যে এই মাসে শিবের পুজো করলে বিশেষ ফল পাওয়া যায়

শ্রাবণ মাসের প্রথম সোমবার আপনার প্রিয়জনকে হোয়াটসঅ্যাপে (WhatsApp) শুভেচ্ছা বার্তা পাঠাতে চান, তবে এখানে আমরা আপনারদের জন্য একটি তালিকা তৈরি করেছি

22শে জুলাই শ্রাবণ মাসের (Sawan Somvar) প্রথম সোমবার। হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ মাহাত্ম্য রয়েছে। পবিত্র শ্রাবণ মাসে ভগবান শিবের আরাধনা করা হয়ে। শাস্ত্রে বলা হয় যে এই মাসে শিবের পুজো করলে বিশেষ ফল পাওয়া যায়।

পুরাণ মতে দেবতা এবং রাক্ষসগণ সমুদ্র মন্থন করে যা হলাহল (বিষ) পেয়েছিলেন, সেই বিষ পান করে বিশ্বকে রক্ষা করেছিলেন শিব। শ্রাবণ মাসের প্রথম সোমবার আপনার প্রিয়জনকে হোয়াটসঅ্যাপে (WhatsApp) শুভেচ্ছা বার্তা পাঠাতে চান, তবে এখানে আমরা আপনারদের জন্য একটি তালিকা তৈরি করেছি।

WhatsApp- এ পাঠান প্রথম শ্রাবণ (Sawan) সোমবার এর বার্তা

  • শুভ হোক শ্রাবণ মাস।
  • পবিত্র শ্রাবণ মাসের শুভেচ্ছা
  • হর হর মহাদেব!
  • পবিত্র শ্রাবণ মাসের শুভেচ্ছা জানাই সবাইকে।
  • শ্রাবণ মাস মহাদেবের মাস। আপনার পরিবারের উপর মহাদেবের আশীর্বাদ থাকুক।
  • প্রতি সোমবার উপবাস করে শিব মন্ত্র পাঠ করে দূর করুন জীবনের সকল বাধা। রইল শ্রাবণ মাসের সোমবারের শুভেচ্ছা।
  • ভগবান শিবের কৃপায় আপনার জীবনে আসুক ইতিবাচক পরিবর্তন। ভগবানের আশীর্বাদে নিজের লক্ষে পৌঁছাতে সক্ষম হন। রইল শ্রাবণ মাসের সোমবারের শুভেচ্ছো।
  • সকলকে জানাই শ্রাবণ মাসের প্রথম সোমবারের অনেক শুভেচ্ছা। মহাদেবের কাছে প্রার্থনা করি সকলের ইচ্ছা পূরণ হোক।
  • শুভ সোমবার! জীবন আছে যত দিন, বাবার ভক্ত তত দিন। হর হর মহাদেব।
WhatsApp massage on Sawan Somvar)

হোয়াটসঅ্যাপে স্টিকার বা GIF পাঠাবেন কীভাবে?

  • সবার প্রথম আপনাকে আপনার হোয়াটসঅ্যাপ খুলতে হবে।
  • এবার আপনি আপনার পছন্দের যেই মানুষকে শ্রাবণ মাসের মেসেজ পাঠাতে চান, তার চ্যাট খুলুন।
  • এখানে চ্যাট বারে গিয়ে GIF অপশনে ক্লিক করুন।
  • জিফ অপশনে সার্চ বারে গিয়ে টাইপ করে আপনার পছন্দের ছবি পাঠিয়ে দিন আপনার কাছের মানুষকে।
Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo