4G সাপোর্ট আর 7300mAh য়ের ব্যাটারির সঙ্গে লঞ্চ হল Samsunng য়ের এই ডিভাইসটি

Updated on 10-Aug-2018
HIGHLIGHTS

Samsung তাদের Samsung Galaxy Tab A 10.5 ট্যাবলেটটি 4G সাপোর্ট আর 7300mAh য়ের ব্যাটারির সঙ্গে লঞ্চ করেছে আর এর দাম 29,990 টাকা

Samsung Galaxy Tab A 10.5 ট্যাবলেটটিকে স্যামসঙ্গ লঞ্চ করে দিয়েছে। আপনাদের বলে রাখি যে এই ট্যাবলেটটিকে কিছু দিন আগেই US তে লঞ্চ করা হয়েছিল। আর এবার এই ডিভাইসটি ভারতেও পাওয়া যাচ্ছে। কোম্পানি বলেছে যে এই ট্যাবটি মাল্টিমিডিয়া যারা পছন্দ করেন তাদের জন্য ভাল এটি Dolby Atoms স্পিকার্স, LTE সাপোর্ট আর একটি বড় 7300mAh য়ের ব্যাটারি যুক্ত।

আপনারা এই ডিভাইসটি কিনতে কিনতে চাইলে আপনাদের বলে রাখি যে আপনারা এটি ফ্লিপকার্টে এক্সক্লিউশিভ ভাবে কিনতে পারবেন। আর এটি দুটি আলাদা রঙে কিনতে পাওয়া যাবে আর এটি আপনারা Ebony Black আর Urban Blue রঙে কেনা যাবে। স্যামসঙ্গ গ্যালাক্সি ট্যাব A 10.5 য়ের দাম 29,990 টাকা। আর এর প্রি বুকিং 9 আগস্ট থেকে শুরু হয়ে গেছে তবে এটি 13 আগস্ট থেকে কেনা যাবে।

এই ডিভাইসটি আপন্নারা একটি 10.5 ইঞ্চির ডিসপ্লের সঙ্গে পাবেন আর এটি স্ন্যাড্র্যাগন 450 চিপসেট যুক্ত এই প্রসেসার আমরা সাওমি রেডমি 5 আর Oppo A3s য়ে দেখেছি। এটি 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ যুক্ত। আর এই স্টোরেজকে মাইক্র এসডি কার্ড দিতে 400GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়। এতে আপনারা 8মেগাপিক্সালের রেয়ার আর 5 মেগাপিক্সালের সেলফি ক্যামেরা আছে।   

Connect On :