ফের শীতে ফেলুদা, ‘হত্যাপুরী’ কবে আসছে ফেলুদা থুড়ি ইন্দ্রনীলের হাত ধরে?

ফের শীতে ফেলুদা, ‘হত্যাপুরী’ কবে আসছে ফেলুদা থুড়ি ইন্দ্রনীলের হাত ধরে?
HIGHLIGHTS

23 ডিসেম্বর মুক্তি পেতে চলেছে হত্যাপুরী

15 জুন 2022 এ মুক্তি পেয়েছিল এই ছবির পোস্টার

এবার ফেলুদার চরিত্রে অভিনয় করবেন ইন্দ্রনীল সেনগুপ্ত

আবার ফেলুদা আসছে! হ্যাঁ, দীর্ঘ ছয় বছরের বিরতি কাটিয়ে বড় পর্দায় ফিরছেন ফেলুদা। শীতের ছুটিতে সন্দীপ রায়ের ( Sandip Ray) হাত ধরেই আসছে ফেলুদা। তবে এবার ফেলুদার চরিত্রে দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্তকে ( Indraneil Sengupta)। এই ছবির নাম আগেই ঘোষণা করা হয়েছিল, 'হত্যাপুরী'। এবার প্রকাশ্যে আনা হল কবে মুক্তি পাবে এই ছবি। একই সঙ্গে পোস্টার লঞ্চ করা হল এই ছবির। 

যবে থেকে জানা গিয়েছিল যে এবার শীতের ছুটিতে ফেলুদা আসছে বড় পর্দায় তবে থেকে নানান জল্পনা শুরু হয়েছিল যে কাকে ফেলুদার চরিত্রে দেখা যাবে। আলোচনা, জল্পনা, কল্পনা সব বাড়তে বাড়তে তুঙ্গে পৌঁছেছিল। সন্দীপ রায় কাকে ফেলুদা হিসেবে বেছে নেবেন সেটাই জানার সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। অবশেষে সেই তথ্য সামনে এল। ইন্দ্রনীল সেনগুপ্ত থাকছেন ফেলুদা হয়ে। 

শীতের ছুটির ঠিক মুখেই মুক্তি পাবে এই ছবি। অর্থাৎ আগামী মাসের 23 তারিখ মুক্তি পাচ্ছে হত্যাপুরী। শুক্রবার 11 নভেম্বর এই ছবির মুক্তির দিন ঘোষণা করা হয়। একই সঙ্গে এই ছবির পোস্টার লঞ্চ করা হয়। আর সেখান থেকে জানা গেল কাকে কোন চরিত্রে দেখা যেতে চলেছে। ইন্দ্রনীল সেনগুপ্ত ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায় ( Paran Bandopadhyay), অভিজিৎ গুহ ( Abhijit Guha), সাহেব চ্যাটার্জি ( Saheb Chatterjee), ভরত কল ( Bharat Kaul) , প্রমুখকে। এই ছবির প্রযোজনা করেছে শ্যাডো ফিল্মস এবং নিবেদন করেছে ঘোষাল মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট। 

Hatyapuri

সন্দীপ রায় পরিচালিত হত্যাপুরী ছবিটির অধিকাংশ শ্যুটিং কলকাতা এবং পুরীতে হয়েছে। চলতি বছরের 15 জুন প্রথম এই ছবির কথা ঘোষণা করা হয়। প্রকাশ্যে আসে হত্যাপুরীর প্রথম পোস্টার। একটা সময় ইন্দ্রনীল সেনগুপ্ত সন্দীপ রায়ের কাছে কাজ চাইতে গিয়েছিলেন, আর কোন চরিত্র জানেন? ফেলুদা। আর আজ তাঁকেই সেই চরিত্রে দেখা যেতে চলেছে। কারণ কেবল তাঁর অভিনয়ের দক্ষতা নয়, বইয়ে বর্ণিত ফেলুদার সঙ্গে যে তাঁর বড় মিল! এবার খালি দেখার পালা নতুন ফেলুদা বড় পর্দায় কতটা ম্যাজিক করে। শীতের ছুটি কতটা জমে ওঠে ফেলুদার সঙ্গে সেইটা সময় বলবে।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo