ভারতে স্যামসাং গ্যালাক্সি ট্যাব S5E, GALAXY TAB 10.1 লঞ্চ হয়েছে প্রাথিম দাম 14,999 টাকা

ভারতে স্যামসাং গ্যালাক্সি ট্যাব S5E, GALAXY TAB 10.1 লঞ্চ হয়েছে প্রাথিম দাম 14,999 টাকা
HIGHLIGHTS

গ্যালাক্সি ট্যাব S5e 13 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা যুক্ত

ফ্লিপকার্ট আর অ্যামাজনে পাওয়া যাচ্ছে

স্যামসাং তাদের দুটি নতুন ট্যাবলেট লঞ্চ করেছে এর মধ্যে গ্যালাক্সি ট্যাব S5e আর Galaxy Tab 10.1 আছে। আর কোম্পানি ভারতে তাদের পোর্টফোলিও বারানোর জন্য এবার এই ট্যাবলেট নিয়ে এসেছে। আর স্যামসাং গ্যালাক্সি ট্যাব S5e আর গ্যালাক্সি ট্যাব A10.1 য়ের প্রাথমিক দাম 14,999 টাকা। আর কোম্পানি লঞ্চ অফারে তাদের ইউজার্সদের জন্য নিয়ে এসেছে।

Samsung Galaxy Tab S5E, GALAXY TAB 10.1 য়ের দাম

স্যামসাংয়ের Tab S5E কোম্পানি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে। এর ওয়াইফাই এনেবেল্ড ডিভাইসের দাম 35,999 টাকা। আর এর Wi-FI+LTE ভেরিয়েন্টের দাম 39,999 টাকা। আর এই ডিভাইসটি সিলভার, ব্ল্যাক আর গোল্ড কালারে পাওয়া যাবে। আর সেখানে Samsung Galaxy Tab A 10.1 য়ের দুটি ভেরিয়েন্ট এসেছে এর ওয়াইফাই এনেবেল্ড ভেরিয়েন্টের দাম 14,999 টাকা আর এর Wi-Fi+LTE ভেরিয়েন্টের দাম 19,999 টাকা। আর এটি ব্ল্যাক, গোল্ড আর সিলভার কালারে কেনা যাবে।

স্যামসাংয়ের এই দুই ট্যাবের অফার

আপনারা এই ট্যাব গুলি অ্যামাজন ইন্ডিয়া, স্যামসাং ই শপ থেকে কিনতে পারবেন। আর এর Wi-fi+LET ভেরিয়েন্ট ফ্লিপকার্ট আর বড় রিটেল শপ থেকে কেনা যাবে। আর ইউজার্সরা যদি 31 জুলাইয়ের আগে গ্যালাক্সি ট্যাব S5e কিনতে চান তবে তারা এর জন্য বুক কভার কিবোর্ড 3,500 টাকাতে পাবেন যার এমনি দাম্ন 7,999 টাকা।

আর ওয়াইফাই এনেবেল্ড ভেরিয়েন্ট 26 জুন থেকে অ্যামাজন আর স্যামসাংয়ের ইশপে কেনা যাবে। আর এর বড় ভেরিয়েন্ট টি 1 জুলাই থেকে কেনা যাবে।

Samsung Galaxy Tab S5e র স্পেসিফিকেশান

স্যামসাং গ্যালাক্সি ট্যাব S5e তে আপনারা 10.5 ইঞ্চির AMOLED ডিসপ্লে পানেন যা 16:10 অ্যাস্পেক্ট রেশিওর আর এতে কোয়াড HD রেজিলিউশান আছে। আর এটি স্ন্যাপড্র্যাগন 670 SoC যুক্ত। আর এই ডিভাইসে 4GB র‍্যামের সঙ্গে 64GB স্টোরেজ দেয়া হয়েছে। এতে আপনারা 13MP র ক্যামেরা পাবেন যা 4K রেজিলিউশানে ভিডিও রেকর্ডিং করতে পারে।

এই ট্যাবলেটে আপনারা 8 MP র ক্যামেরা পাবেন। আর এর সঙ্গে আপনারা এতে AKG আর হার্মানের টিউন করা কোয়াড স্পিকার সিস্টেম পাবেন। আর এতে একটি 7040mAH য়ের ব্যাটারি আছে আর এটি 18W র‍্যাপিড চার্জ সাপোর্ট করে। আর এটি অ্যান্ড্রয়েড পাই বেসড OneUI যুক্ত।

Samsung Galacy Tab A 10.1 য়ের স্পসিফিকেশান

স্যামসাংয়ের এই গ্যালাক্সি ট্যাবটি তে একটি 10.1 ইঞ্চির LCD IPS ডিসপ্লে আছে আর এটি ফুল HD+ রেজিলিউশান অফার করে। আর এতে একটি Ecynos 7904 চিপসেট দেওয়া হয়েছে। আর এটি আপনারা 2GB র‍্যাম আর 32GB স্টোরেজে পাবেন। আর এর সঙ্গে আপনারা এতে 8 মেগাপিক্সলাএর ক্যামেরা আর ফ্রন্টে একটি 5মেগাপিক্সালের ক্যামেরা পাবেন। আর এ রস্নগে এতে একটি 6,150mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit.in
Logo
Digit.in
Logo