1আগস্ট Samsung Galaxy Tab S4 লঞ্চ হবে

1আগস্ট Samsung Galaxy Tab S4 লঞ্চ হবে
HIGHLIGHTS

Galaxy Tab S4 অ্যান্ড্রয়েড 8.1 ওরিও নির্ভর স্যামসং এক্সিয়ন্স UI তে কাজ করবে

দীর্ঘ সময় ধরে Smasung, Galaxy Tab S4 য়ের বিষয়ে বিভিন্ন গুজব সামনে আসছে। আর AndroidHeadlines য়ের একটি রিপোর্ট অনুসারে Galaxy Tab S4 লঞ্চ হওয়ার ডেট সামনে এসেছে। আর একটি খবর অজ্ঞাত সোর্সের মাধ্যমে জানা গেছে যা স্যমসংয়ের সঙ্গে সম্পর্কিত।

রিপোর্ট অনুসারে Galaxy Tab S4 কে 1 আগস্ট 2018লঞ্চ করা হবে। আর আগের রিপোর্ট অনুসারে জানা গেছিল যে Tab S4 কে Galaxy Note 9 য়ের সঙ্গে লঞ্চ করা হবে, আর এবার মনে করা হচ্ছে যে কোম্পানি দুটি ডিভাইস আলাদা আলাদা লঞ্চ করবে।

Galaxy Tab S4 য়ে 10.5 ইঞ্চির ডিসপ্লে থাকবে আর আশা করা হচ্ছে যে এই ডিভাইসের অ্যাস্পেক্ট রেশিও হবে 16ছ10 আর এই ডিভাইসের রেজিলিউশান 2560x 1600 পিক্সাল হবে।

এই ডিভাইসে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 SoC, 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ থাকতে পারে। আর এই ডিভাইসে অ্যান্ড্রয়েড 8.1 ওরিও নির্ভর স্যামসং এক্সপিরিয়েন্স UI থাকবে। আর এই ডিভাইসের অপটিক্স যদি দেখা হয় তবে দেখা যাবে যে এতে 13MP র রেয়ার ক্যামেরা আর 8MP র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে আর এতে 7300mAh য়ের ব্যাটারি থাকবে। আর কানেক্টিভিটি অপশানে ব্লুটুথ 5.0 আইরিশ স্ক্যানার আর স্যামসং DeX সাপোর্ট থাকবে। আর এও হতে পারে যে Galaxy Tab S4 য়ে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হবে।

Digit.in
Logo
Digit.in
Logo