Samsung Galaxy Tab Active 2 ভারতে 50,990 টাকায় লঞ্চ করা হল

Samsung Galaxy Tab Active 2 ভারতে 50,990 টাকায় লঞ্চ করা হল
HIGHLIGHTS

Samsung তাদের Galaxy Tab Active 2 ট্যাবটি ভারতে 50,990 টাকায় লঞ্চ করেছে আর এটি 2019 সালের মার্চ থেকে কেনা যাবে

স্যামসাং ভারতে তাদের Samsung galaxy Tab Active 2 লঞ্চ করেছে। আর এটি একটি মিড রেঞ্জের ট্যাবলেট যা S-Pen সাপোর্ট করে আর এটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আর IP68 সার্টিফিকেশান যুক্ত আর ভারতে এর দাম 50,990 টাকা।

Galaxy Tab Active 2তে 8 ইঞ্চির WXGA TFT ডিসপ্লে দেওয়া হয়েছে আর এর রেজিলিউশান 1280×800পিক্সাল। আর এই ডিভাইসটি ওয়াটার আর ডাস্ট রেজিস্টেন্সের জন্য IP68 রেটিং যুক্ত আর এতে অ্যাক্সিডেন্টাল ড্রপ, শোকেস আর ভাইব্রেশানের জন্য MIL-STD-810G প্রোটেকশান যুক্ত।

এই ট্যাবলেটটি স্যামসাংয়ের এক্সিয়ন্স 7870 প্রসেসার যুক্ত আর এটি 1.8GHz ক্লকড আর Mali T830 GPU, 3GB র‍্যাম আর 16GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত। Tab Active 2 তে অ্যান্ড্রয়েড 7.1 নৌগাট আছে আর এতে এক্সট্রা ফিচার্স হিসাবে স্যামসাং S Pen ইনপুট আছে যা 4096 প্রেশার লেভেল অফার করে আর এতে এয়াত কমান্ড ফিচার আছে।

ক্যামেরার ক্ষেত্রে এই ট্যাবে 8MP র রেয়ার ক্যামেরা আছে আর যা LED ফ্ল্যাশ আর অটোফোকাস ফিচার যুক্ত। ট্যাবলেটের ফ্রন্টে 5MP র সেলফি ক্যামেরা আছে। আর এই ট্যাবলেটে 4,450mAh য়ের ব্যাটারি আছে। আর এই ডিভাইসে পোগো ফিন কানেক্টার আছে যা কানেক্টিং করে ডিভাইসের সঙ্গে কানেক্ট করার জন্য ব্যাবহার করা হয়।

কানেক্টিভিটির জন্য এই ফোনে Wi-Fi 802.11 ac (2.4GHz+5GHz) ব্লুটুথ 4.2, 4G LTE, NFC, USB 2.0  টাইপ C আর GPS / GLONASS  অফার করেছে। এই ট্যাবলেটটি 419 গ্রামের আর এর মেজার মেন্ট 127.6 x 214.7 x 9.9mm ।

Samsung Galaxy Tab Active 2 ভারতে ব্ল্যাক কালারে লঞ্চ হয়েছে আর এটি 2019 সালের মার্চ মাসে 50,990 টাকায় কেনা যাবে।  

Digit.in
Logo
Digit.in
Logo