স্যামসং গ্যালাক্সি ট্যাব A 7.0 কোয়াড কোর প্রসেসারের সঙ্গে 9,500 টাকায় লঞ্চ হয়েছে

Updated on 08-Jan-2018
HIGHLIGHTS

গ্যালাক্সি ট্যাব A 7.0 1.5 GHz কোয়াড কোর প্রসেসারে চলে জার র‍্যাম 1.5GB আর রেয়ার ক্যামেরা 5MP’র আর ফ্রন্ট ক্যামেরা 2MP’র

স্যামসং তাদের লেটেস্ট Galaxy Tab A 7\.0  ভারতে 9,500 টাকায় ভারতে লঞ্চ করেছে। রিলায়েন্স জিও এই ডিভাইসটি কিনলে গ্রহাকদের জন্য 2,000 টাকার ক্যাশব্যাক অফার করছে। ক্যাশব্যাক পেতে গেলে গ্রাহকদের 299 টাকায় তাদের কানেকশান রিচার্জ করতে হবে। এরকম করলে তারা 12 আমস পরে 800 টাকার ক্যাশব্যাক পাবে আর পরের 1,200টাকার ক্যাশব্যাকের জন্য জিও মানি হিসাবে রিলায়েন্স জিও অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। নতুন ট্যাবলেটটি ২টি কালারে পাওয়া যাবে, আর এটি 5 জানুয়ারি 2018 থেকে রিটেলার দোকানে আর Amazon.in এ পাওয়া যাচ্ছে।

Samsung Galaxy Tab A 7.0 D ডিসপ্লে আর 1.5 গীগাহার্জ কোয়াড কোর প্রসেসার যুক্ত। এর র‍্যাম 1.5GB আর স্টোরেজ 8 GB যা মাইক্রো এসডি কার্ড দিয়ে 200GB অব্দি বাড়ানো যায়। এই ট্যাবলেটটিতে 5MP’র রেয়ার আর 2 MP’র ফ্রন্ট ক্যামেরা আছে। এর ব্যাটারি 4000 mAh।

স্যামসং ইন্ডিয়ার ডিরেক্টার বিশাল কৌল বলেছেন, “গ্রাহক কেন্দ্রিক জিনিস তৈরি করা আমাদের ব্যবসার ক্ষেত্রে প্রধান। Galaxy Tab A 7.0 এর সঙ্গে আরমা আমাদের গ্রহাকদের এমন ডিভাইস দিতে চাউ যা ভাল ডিজাইন, ভাল ডিসপ্লে আর অসাধারন পারফরমেন্স যুক্ত”। Galaxy Tab A 7.0 ‘কিডস মোড’ যুক্ত। স্যামসং বলেছে যে এটি এডুকেশানাল কন্টেন্ট দেয়, বিশেষত বাচ্চাদের জন্য এই ফিচারটি দেওয়া হয়েছে।

Connect On :