Samsung এর 49 ইঞ্চির ওয়াইডস্ক্রিন QLED মনিটার লঞ্চ হল, এর দাম 1,50,000 টাকা

Updated on 22-Dec-2017
HIGHLIGHTS

মনিটারের রিফ্রেশ রেট 144Hz, রেসপন্স টাইম 1ms আর অ্যাস্পকেট রেশিও 32:9

স্যামসং ইন্ডিয়া বুধবার বিশ্বের সব থেকে বড় QLED কার্ভড মনিটার লঞ্চ করেছে, এর দাম 1,50,000 টাকা। এই মনিটারটি যারা গেমিং পছন্দ করেন তাদের কথা মাথায় রেখেই লঞ্চ করা হয়েছে। 49 ইঞ্চির আল্ট্রা ওয়াইড কার্ভড মনিটার হাই ডায়নামিক রেঞ্জ (HDR) টেকনলজি যুক্ত, যা ভাল কন্সট্রাক্টর, ডেফথ আর রং অফার করে। এতে কোয়ান্টম-ডট টেকনলজি আর একটি কালার স্প্রেক্ট্রামও আছে।
 
স্যামসং ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট পুনিত সেঠি বলেছেন, “স্যামসং সবসময় উপভোক্তা-কেন্দ্রিক নতুন নতুন জিনিস নিয়ে আসারা ক্ষেত্রে সবার আগে, আর QLED কার্ভড মনিটারও সেই দিকের আরও একটি পদক্ষেপ”।
 

32:9 অ্যাস্পেক্ট রেশিও আর বেজেল-লেস কার্ভড QLED  মনিটার কম ইনপুটের সঙ্গে একটি মেশিন পিকচার রেসপন্স টাইম দেয়, যার শেষে চিন্তা কম হয়। কোম্পানি বলেছে যে এই মনিটারটি আই সেভার মোড আর ফ্লিকার ফ্রি প্রযুক্তির ব্যবহার করেছে যা চোখকে আরাম দেয়।

কানেক্টিভিটির বিকল্পতে বেশ কিছু ইনপুট পোর্ট আছে, যা ডিসপ্লেকে যে কোন উপকরন দিয়ে সহজেই  কানেক্ট করতে পারে। আপাতত এই মনিটারটি স্যামসং এর দোকানে পাওয়া যাচ্ছে আর খুব তাড়াতাড়িই রিটেল স্টোরেও পাওয়া যাবে।

Connect On :