মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকার টুইটারে একটু আলাদা আর স্টাইলিস্ট ভাবে কিং খানের জন্মদিনে ইউশ করেছেন

Updated on 02-Nov-2017
HIGHLIGHTS

সচিন তেন্ডুলকার ছারাও আরও অনেক তারকা বলিউড অভিনেতা শারুখ খানকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন

আজকে বলিউড বাদশা শারুখ খানের জন্মদিন। আজ তিনি তাঁর ৫২ তম জন্মদিন পালন করছেন। দেশে বিদেশে শারুখ খনাএর ভক্তের সংখ্যা কম নেই। শুধু তাই নয় বহু বড় বড় তারকাও তাঁর ভক্ত তালিকায় আছেন। তবে এরা যে শুধু শারুখের অভিনয়ের ভক্ত তাই নয় ভক্ত কিং এর স্বভাবেরও। 

https://twitter.com/sachin_rt/status/925949604243181568?ref_src=twsrc%5Etfw

আসলে ক্রিকেট কিংবদন্তী সচিন তেন্ডুল্কার অভিনেতা শারুখ খান কে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। সচিন টুইটারে লিখেছেন যে তনই শুধুই অভিনেতা শারুখের অভিনয়ের নয় বরং তাঁর স্বভাব ও সচিনের খুব পছন্দ।

 সচিন তেন্ডুলকার ছারাও আরও অনেক তারকাই বলিউড অভিনেতা শারুখ খানকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন।

Connect On :