সচিন তেন্ডুলকার ছারাও আরও অনেক তারকা বলিউড অভিনেতা শারুখ খানকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন
আজকে বলিউড বাদশা শারুখ খানের জন্মদিন। আজ তিনি তাঁর ৫২ তম জন্মদিন পালন করছেন। দেশে বিদেশে শারুখ খনাএর ভক্তের সংখ্যা কম নেই। শুধু তাই নয় বহু বড় বড় তারকাও তাঁর ভক্ত তালিকায় আছেন। তবে এরা যে শুধু শারুখের অভিনয়ের ভক্ত তাই নয় ভক্ত কিং এর স্বভাবেরও।
আসলে ক্রিকেট কিংবদন্তী সচিন তেন্ডুল্কার অভিনেতা শারুখ খান কে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। সচিন টুইটারে লিখেছেন যে তনই শুধুই অভিনেতা শারুখের অভিনয়ের নয় বরং তাঁর স্বভাব ও সচিনের খুব পছন্দ।
সচিন তেন্ডুলকার ছারাও আরও অনেক তারকাই বলিউড অভিনেতা শারুখ খানকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন।
Happy birthday to the most amazing person, the king khan the super star & my big brother @iamsrk .May God give you all of life's happiness