ভারতে লঞ্চ হল Rolls Royce Phantom VIII, দাম 9.5 কোটি টাকা

Updated on 23-Feb-2018
HIGHLIGHTS

এই গাড়িটির স্ট্যান্ডার্ড ভার্শানের দাম 9.5 কোটি টাকা, আর এর এক্সিস্টেড হুইলার্স ভেরিয়েন্টের দাম 11.35 কোটি টাকা

Rolls-Royce Phantom VIII গাড়িটি ভারতে লঞ্চ হয়ে গেছে। এটি এই মডেলের ৮ম জেনারেশান। এই গাড়িতে লেটেস্ট টেকনলজি দেওয়া হয়েছে। কোম্পানি এই গাড়িটিতে KUN এক্সক্লিউশিভের সঙ্গে পার্টনার্শিপ করে নিয়ে এসেছে। আর কোম্পানি চেন্নাই আর হায়দ্রাবাদে প্রাইম সিটিজেনদের টার্গেট করছে। এই গাড়িটির স্ট্যান্ডার্ড ভার্সানের দাম 9.5 কোটি টাকা, আর এর এক্সটেন্ডেড হুইলার্স ভেরিয়েন্টের দাম 11.35 কোটি টাকা। এই প্রোডাক্ট গুলির ওপর কিছু স্পেশাল অফার পাওয়া যাচ্ছে

এই গাড়ির হাইব্রিডের জন্য অর্ল্টারনেট অ্যাসিস্টেন্স, অ্যাক্টিভ ক্রুজ কন্ট্রোল, পেডেস্ট্রোন আর ক্রস-ট্র্যাফিক চার্নিং, লেন ডিপার্চার আর ভিসিবিলিটি অ্যাসিস্টেন্স এর মতন ফিচার্স ছাড়া প্যানোরোমিক ভিউ, হেলিকপ্টার ভিউ, অল-অ্যারাউন্ড ভিসিবিলেটি, নাইট ভিজান অ্যাসিস্টেন্স আর 7"x3" হেড আপ ডিসপ্লের মতন ফিচার্স আছে। এর কেবিন সাউন্ড প্রুফিং টেকনলজি যুক্ত।

এই গাড়িটি 6.75-লিটার টিভন-টারভো V12 ইঞ্চিন যুক্ত যা 563bhp আর 900Nm টার্ক দেয়। এতে 8- স্পিড ZF ট্রান্সমিশানও আছে।

Connect On :