বিশ্বের প্রথম ‘গুগল ওয়াই ফাই সিটি’ হতে চলেছে পুনে

Updated on 14-Feb-2017
HIGHLIGHTS

পৃথিবীর প্রথম শহর হিসাবে 'গুগল ওয়াই ফাই সিটি' হতে চলেছে পুনে, এমনটাই খবর।

পুনের  ভাগ্যেই  শিকেটা  ছিঁড়ল। পৃথিবীর প্রথম শহর  হিসাবে  'গুগল ওয়াই ফাই সিটি' হতে চলেছে পুনে, এমনটাই খবর।  এই প্রকল্পের নাম 'গুগল স্টেশন'। প্রকল্পের মোট খরচ আনুমানিক দেড়শো কোটি টাকা।

আরও দেখুন : LG সিগনেচার OLED স্মার্ট টিভি 4 x HDMI পোর্টস, 1 USB 3.0 পোর্ট, 2 x USB2.0 পোর্টস এবং 1 x LAN পোর্ট দিয়ে সজ্জিত করা

'পুনে স্মার্ট সিটি ডেভলপমেন্টে'র কাছ থেকে পাওয়া এই প্রকল্পকে বাস্তবায়িত করতে  গুগলের সঙ্গে সহকারী হিসাবে কাজ করবে আইবিএম, লার্সেন অ্যান্ড টুব্রো এবং রেলটেলের মতো সংস্থা।

গোটা  শহরের  সর্বত্র  হাই-স্পিড ইন্টারনেট  হটস্পট  ব্যবস্থা থাকবে। ফলে নাগরিকরা সহজেই নিজেদের মোবাইল ফোন বা অন্যান্য ডিভাইস থেকে ইন্টারনেট ব্যবহার করতে পারবে।

আরও দেখুন : ব্ল্যাকবেরি মার্কারী মধ্যে ব্যবহার হতে পারে গুগল পিক্সেল এর রিয়ার ইমেজ সেন্সর: রিপোর্ট

আরও দেখুন : এবার হোয়াটসঅ্যাপে শীঘ্রই আপনি পাঠানো মেসেজ এডিট করতে পারবেন

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :