আপনার কি একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে? তবে এই বিষয় গুলি খেয়াল রাখুন
অ্যাকাউন্ট পেনাল্টির বিষয়টি খেয়াল রাখুন
অ্যাকাউন্ট ক্লোজিং ফর্মে সব ডিটেল সঠিক ভাবে দিন
আমাদের সবারই এই সময়ে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে আর এই অ্যাকাউন্ট গুলির মধ্যে এমন অনেক অ্যাকাউন্ট থাকে যা আমাদের কাজে আসেনা। বা বলা ভাল যে সেই অ্যাকাউন্ট গুলি আমরা দীর্ঘকাল ব্যাবহার করিনা। আর আমরা ভেবে বসি যে যেহেতু আমরা সেই অ্যাকাউন্ট গুলি ব্যাবহার করিনা তাই সেগুলি অ্যাক্টিভ থাকুক বা ইনঅ্যাক্টিভ বা বন্ধ হয়ে যাক না কেন আমাদের তাতে কি আসে যায়?
কিন্তু ঠিক এখানেই আমরা ভুল করি। কারন অনেক সময়ে এই সব পুরনো অ্যাকাউন্টে অনেক সময়ে আমাদের টাকা থাকে যার কথা আমরা ভুলে যাই আবার অনেক সময়ে এই সব অ্যাকাউন্টে আমাদের অন্য কিছু তথ্য লিঙ্ক থাকে যেমন ট্যাক্স ডিটেলস বা এই সব তাতেও সমস্যা হতে পারে।
আর এই সব সমস্যা বিষয়ে আমরা বেশির ভাগ সময়েই ভুলে যাই বা অসচেতন থাকি। আর এসবের মধ্যেই যদি আপনারা একটু সচেতন হন তবে একাধিক এই জাতীয় সমস্যার হাত থেকে বাঁচা যাবে। কারন অনেক সময়ে আমাদের অজ্ঞতার কারনে পেনাল্টি দিতেও হতে পারে।
আর তাই এই সব ক্ষেত্রে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা ব্যাবহার করেন না সেই সব অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়াই ভাল।
আর আজকে আমরা এখানে সেই সব বিষয়েই আপনাদের জানাব।
অব্যাবহৃত অ্যাকাউন্ট বন্ধ করে দিন
যদি আপনি একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার হন আর সেখানে এমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে যা আপনারা দীর্ঘদিন ব্যাবহার করেন না তবে সেই সব অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়াই ভাল। কারন তা না করলে আপনাদের ব্যালেন্সের সমস্যা দেখা যাবে।
অ্যাকাউন্ট বন্ধ করার সময়ে সেই অ্যাকাউন্টের লোন, কার্ড, ইত্যাদি জিনিসও একই সঙ্গে বন্ধ করে দিন।
স্যালারি অ্যাকাউন্ট
কোন এমপ্লয়ির স্যালারাই অ্যাকাউন্ট থাকলে তাতেই স্যালারি আসে। আর এখানে খেয়াল রাখতে হবে যে যদি আপনার সেই অ্যাকাউন্টে তিন মাসের স্যালারি ক্রেডিট না হয় তবে আপনাদের অ্যাকাউন্ট নিজে থেকেই সেভিংস অ্যাকাউন্টে পরিবর্তিত হয়ে যাবে। আর স্যালারি আর সেভিংস অ্যাকাউন্টের নিয়ম আলদা আর একবার সেভিংস অ্যাকাউন্টে পরিবর্তিত হয়ে গেলে সেই অ্যাকাউন্টে আর স্যালারি অ্যাকাউন্টের নিয়ম খাটবে না। আর এক্ষেত্রে আপনার সেভিংস অ্যাকাউন্টে মিনিমান ব্যালেন্স মেন্টেন না করলে আপনাকে ব্যাঙ্ককে পেনাল্টি দিতে হবে আর তখন আপনার অ্যাকাউন্ট থেকে সেই পেনাল্টির টাকা অটোমেটিকালি ডিডাক্ট হয়ে যাবে।
ইনকাম ট্যাক্স বিষয়ক নিয়ম গুলি খেয়াল রাখুন
ইনকাম ট্যাক্স ফিল করার সময়ে আপনারা যে সব তথ্য দেন সেই সময়ে আপনাদের এখানের ডিটেলও দিতে হয়। আর এছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেওয়া দরকার হয়।
লোন নেওয়ার সময় এই বিষয়টি মাথায় রাখুন
আপনারা যদি কোন লোন নেন তবে আপনাদের সিভিল স্কোর দেখা জবে আর যদি আপনার কোন ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট পরে থাকে তবে সেই বিষয়েও জানাতে হয়। আর যদি আপনি সেই অ্যাকাউন্টের ব্যালেন্স মেন্টেন্ট না করেন তবে আপনি লোন নিতে চাইলে তাতে এর প্রভাব পড়তে পারে। আর এ রস্নগে লোন নেওয়ায়র সময়ে আপনাদের সব ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট দিতে হতে পারে।
ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট বন্ধ করতে পারেন’
যদি আপনারা এমন ইনঅ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে যা আপনার আর কোন কাজে আসবে না তবে আপনারা সেই অ্যাকাউন্ট বন্ধ করে দিলেই ভাল। এর জন্য আপনাদের ডি লিঙ্ক ফর্ম ফিল আপ করতে হতে পারে। নিজের ফর্মে আপনাদের অ্যাকাউন্ট বন্ধের কারন দিতে হবে আর যে অ্যাকাউন্টে নিজের টাকা ট্র্যান্সফার করতে চান( যে অ্যাকাউন্ট বন্ধ করছেন তাতে যে টাকা পরে আছে আসেই টাকা) সেই অ্যাকাউন্টের ডিটেল দিতে হবে। আর যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় তবে দুজন অ্যাকাউন্ট হোল্ডারের সই দরকার। আর এর সঙ্গে চেক বুক ডেবিট কার্ড ইত্যাদিও জমা দিতে হবে।
অ্যাকাউন্ট ক্লোজিং চার্জ
যদি আপনারা অ্যাকাউন্ট খোলার 14 দিনের মধ্যে অ্যাকাউন্ট বন্ধ করেন তবে ব্যাঙ্ককে চার্জ দিতে হবে না কিন্তু অ্যাকাউন্ট খোলার এক বছর পরে যদি তা বন্ধ করেন তবে আপনাদের চার্জ দিতে হবে। আর এক বছরের মধ্যে অ্যাকাউন্ট বন্ধ করতে হলে ব্যাঙ্ককে কোন চার্জ দিতে হবে না। তবে এক্ষেত্রে অনেক সময়েই ব্যাঙ্ক টু ব্যাঙ্ক কিছু নিয়মের পরিবর্তন হয়।
অ্যাকাউন্ট বন্ধের সময়ে কুড়ি হাজার টাকা ক্যাশ তুলতে পারবেন
যদি আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করতে চাইছেন তাতে টাকা থাকে তবে আপনারা সেই অ্যাকাউন্ট থেকে কুড়ি হাজার টাকা ক্যাশ তুলতে পারবেন। আর তার বেশি টাকা আপনারা অন্য অ্যাকাউন্টে ট্র্যান্সফার করতে পারবেন। মানে যদি আপনার অ্যাকাউন্টে এক লাখ টাকা থাকে তবে কুড়ি হাজার টাকা ক্যাশ তুলে বাকি আশি হাজার টাকা আপনাদের অন্য অ্যাকাউন্টে ট্র্যান্সফার করতে হবে। আর সেই অ্যাকাউন্টের বিষয়ে আপনাদের অ্যাকাউন্ট ক্লোজিং ফর্মে ডিটেল দিতে হবে।
আর যদি আপনার বন্ধ করতে চাওয়া অ্যাকাউন্টে কম টাকা থাকে তবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করার আগে সেই টাকা সরিয়ে দেওয়া ভাল তবে এখানে কিছু টাকা মিনিমান ব্যালেন্সের জন্য মানে যে টাকা আপনার মিনিমাম ব্যালেন্স তা আপনাদের পেনাল্টি স্বরূপ দিতে হবে। মানে যদি আপনার অ্যাকাউন্টে হাজার বারো টাকা থাকে আর আপনারা অ্যাকাউন্টের মিনিমাম ব্যালেন্স দু হাজার টাকা হয় তবে, সেই দু হাজার টাকা পেনাল্টি দিয়ে আপনারা বাকি দশ হাজার টাকা সরিয়ে নিতে পারবেন।