Reliance AGM 2023: Jio 5G Phone এবং 5G Plan সহ জিও এর বার্ষিক বৈঠরে আর কী ঘোষণা করবেন মুকেশ আম্বানি?

Reliance AGM 2023: Jio 5G Phone এবং 5G Plan সহ জিও এর বার্ষিক বৈঠরে আর কী ঘোষণা করবেন মুকেশ আম্বানি?
HIGHLIGHTS

Realiance Jio প্রতিবছরের মতো এই বছরও তাদের 46 বার্ষিক সাধারণ বৈঠক (AGM) শুরু করতে চলেছে

কোম্পানি এই সময় তার নতুন JioPhone এবং Jio Plan এর ঘোষণাও করতে পারে বলে অনুমান করা হচ্ছে

চেয়ারম্যান মুকেশ আম্বানি এই বৈঠক Jio AirFiber এবং Jio Laptop এর ঘোষণা করতে পারে

Realiance Jio প্রতিবছরের মতো এই বছরও তাদের 46 বার্ষিক সাধারণ বৈঠক (AGM) শুরু করতে চলেছে। এই বছরের বার্ষিক বৈঠকটি আজ অর্থাৎ 28 অগাস্ট দুপুর 2টয় শুরু হবে। রিলায়েন্স জিও এর এই বৈঠকে আজ একাধিক বড় ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। কোম্পানি এই সময় তার নতুন JioPhone এবং Jio Plan এর ঘোষণাও করতে পারে বলে অনুমান করা হচ্ছে।

আসুন জেনে নেওয়া যাক এই মিটিংয়ে Jio গ্রাহকদের জন্য় কী বিশেষ থাকতে চলেছে…

Realiance Jio এর AGM আপনি যদি লাইভ দেখতে চান, তবে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট বা তাদের YouTube চ্য়ানেলে দেখতে পারবেন। এছাড়া, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে X (টুইটার), ফেসবুক এবং ইনস্টাগ্রাম সাইটেও দেখা যাবে।

JioPhone এবং Jio Laptop এর হতে পারে ঘোষণা

চেয়ারম্যান মুকেশ আম্বানি এই বৈঠক Jio AirFiber এবং Jio Laptop এর ঘোষণা করতে পারে। এমনও আশা করা হচ্ছে যে কোম্পানি 15000 টাকার কম দামে বাজারে Jio Laptop লঞ্চ করতে পারে।

এছাড়া JioPhone-ও কম দামে চালু করা যেতে পারে। রিলায়েন্স জিওর গ্রাহকরা অধীর আগ্রহে নতুন ফোনের অপেক্ষা করছে।

Reliance AGM 2023: কী কী ঘোষণা করতে পারেন মুকেশ আম্বানি

1. খবর অনুযায়ী, মুকেশ আম্বানি RIL 5G রোলআউট এবং Jio Prepaid Plan সম্পর্কে কিছু ঘোষণা করতে পারেন।

বলে দি যে জুলাই মাসেই, রিলায়েন্স জিও 999 টাকায় Jio Bharat 4G ফোন লঞ্চ করেছে। আসলে এই ফোনটি বাজারে আনার লক্ষ্য হল 2G টেকনোলজি ব্যবহার করা গ্রাহকদের কাছে সেরা সেরা-ইন-ক্লাস Jio 4G নেটওয়ার্ক কম দামে পৌঁছে দেওয়া।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jio (@reliancejio)

2. কিছু রিপোর্টে দাবি করা হয়েছে যে কোম্পানি Jio AirFiber এবং Jiobook ল্যাপটপের তারিখ লঞ্চ করতে পারে।

3. Jio তার জিও ফিনান্সিয়াল সার্ভিস সম্পর্কেও ঘোষণা করতে পারে।

4. কোম্পানি RIL এর সাথে Netflix এর পার্টনারশিপ এবং কিছু প্রিপেইড প্যাকগুলির বিষয়ে কিছু আপডেট দিতে পারে বলেও আশা করা হচ্ছে।

5. এছাড়া আজ বৈঠকে জিও তার 5G Plan এর ঘোষণা করতে পারে। বলে দি যে জিও তার গ্রাহকদের গত বছর থেকে বিনামূল্যে 5G সার্ভিস অফার করছে। তবে জিও এর তরফে 5G প্রিপেইড এবং পোস্টপেইড প্ল্যানের দামের ঘোষণা করা যেতে পারে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo