বড়পর্দায় পর OTT-তে আসছে Ranveer Singh-এর Cirkus, কবে, কথায় দেখা যাবে?

বড়পর্দায় পর OTT-তে আসছে Ranveer Singh-এর Cirkus, কবে, কথায় দেখা যাবে?
HIGHLIGHTS

রণবীর সিং অভিনীত সার্কাস বড়পর্দার পর এবার OTT প্ল্যাটফর্মে আসছে

জানা গিয়েছে Netflix- এ মুক্তি পেতে চলেছে রোহিত শেট্টির এই ছবি

ফেব্রুয়ারি মাসেই Netflix -এ আসছে এই ছবি

রণবীর সিং (Ranveer Singh) অভিনীত ছবি সার্কাস (Cirkus) গত বছরের ডিসেম্বর মাসে বড়পর্দায় মুক্তি পেয়েছিল। এটি একটি কমেডি ঘরানার ছবি। রোহিত শেট্টির (Rohit Shetty) এই ছবিটি ২৩ ডিসেম্বর মুক্তি পেয়েছিল। এই নিয়ে তৃতীয়বার এই পরিচালক অভিনেতাকে জুটি বাঁধতে দেখা গেল। এর আগে তাঁরা ২০১৮ সালে সিম্বা ছবিতে কাজ করেছিলেন। তারপর তাঁদের সূর্যবংশী ছবিতে একসঙ্গে কাজ করতে দেখা গিয়েছিল। গত বছর মুক্তি পেয়েছিল ছবিতে। এখানে ক্যামিও চরিত্রে অক্ষয় কুমারকে দেখা গিয়েছিল। 

সূর্যবংশী বা সিম্বা বক্স অফিসে ভালো সাড়া পেলে সার্কাস কিন্তু মোটেই ভালো চলেনি। দর্শকদের থেকে একদমই পজিটিভ সাড়া পায়নি এই ছবি। ভারতে এই ছবি মোট ৩৫.৬৫ কোটি টাকা কামিয়েছিল। এমনটাই বলিউড হাঙ্গামার তরফে জানানো হয়েছিল। বড়দিন, নতুন বছরের ছুটি থাকা সত্বেও এই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। 

তবে যাঁরা এই ছবি বড়পর্দায় দেখতে পারেননি তাঁদের জন্য আসছে এবার নতুন সুযোগ। এটি এবার OTT প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে। জানা গিয়েছে Netflix -এ আসছে এই ছবি। আগামী 17 ফেব্রুয়ারি এটি ওয়েব মাধ্যমে মুক্তি পাচ্ছে। সেদিন থেকে Netflix -এ এটি দেখা যাবে। 
রোহিত শেট্টি পরিচালিত এই ছবিতে রণবীর সিং এবং বরুণ শর্মাকে দ্বৈত চরিত্রে দেখা গিয়েছে।

Cirkus now in Netflix

এই ছবিতে পূজা হেগড়ে (Pooja Hegde), জ্যাকলিন ফার্নান্দেজ (Jacqueline Fernandez), সঞ্জয় মিশ্র (Sanjay Mishra), জনি লিভার (Johnny Lever), সিদ্ধার্থ যাদব, টিকু তালসানিয়া, মুরলী শর্মা, প্রমুখকে দেখা গিয়েছিল।  এই ছবির কারেন্ট লাগা রে গানটিতে রণবীরের ঘরণী দীপিকা পাড়ুকোনকে দেখা গিয়েছিল। এই ছবির প্রেক্ষাপট ছিল 1960 সাল। তবে এই গল্পটির মূল প্রেক্ষাপট ভাবনা নেওয়া হয়েছে শেক্সপিয়রের কমেডি অব এররস থেকে।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo