Netflix এ ফিরতে চলেছেন রণদীপ হুডা ( Randeep Hooda)। তবে এবার তাঁকে দেখা বিড়াল হিসেবে। কাজ মানুষকে দিয়ে কত কিছুই না করায় বলুন! বিড়ালও হতে হয়। তবে আপনি কি ভাবছেন সত্যিকারের বিড়াল? না না, তিনি আদতে একজন গোপন খবর সংগ্রহকারী। রণদীপের এই নতুন ওয়েব সিরিজ আগামী মাসের ৯ তারিখ থেকে নেটফ্লিক্সে দেখা যাবে। এই ওয়েব সিরিজের নাম ক্যাট।
এই ওয়েব সিরিজের পরিচালক হলেন বলবিন্দর সিং জানজুয়া ( Balwinder Singh Janjua)। রণদীপ হুডাকে এর আগে নেটফ্লিক্সে দেখা গিয়েছে এক্সট্রাকশন ছবিতে। এই ছবি 2020সালে মুক্তি পেয়েছিল। রণদীপ নিজে তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই ছবির বিষয় ঘোষণা করেছেন। একই সঙ্গে নেটফ্লিক্সের তরফেও এই ছবির ঘোষণা করা হয়।
ক্যাট ওয়েব সিরিজে দেখা যাবে গুরনাম সিং বলে একজনের গল্প যিনি তাঁর কালো অতীতের মুখোমুখি হতে এবং সেটা স্বীকার করতে বাধ্য হন তাঁর ভাইয়ের জীবন বাঁচাতে। এক সময় তিনি ক্যাট ছিলেন, অর্থাৎ পুলিশের গোপন খবর সরবরাহকারীর কাজ করতেন। বর্তমানে তিনি গ্যাং লর্ড, পুলিশ এবং রাজনৈতিক ক্ষমতার মধ্যে জড়িয়ে মাদক পাচারের ষড়যন্ত্রের সঙ্গে জড়িয়ে পড়েন। চেয়েও সেখান থেকে বেরিয়ে আসতে পারেন না। এরপর কী হয় সেটাই দেখাবে এই ওয়েব সিরিজ।
এই ছবিটির পরিচালনা করেছেন বলবিন্দর সিং জানজুয়া। প্রযোজনা করেছে মুভি টানেল প্রোডাকশন এবং জেলি বিন এন্টারটেনমেন্ট। বলবিন্দরের সঙ্গে এই ছবিতে সহ পরিচালকের কাজ করেছেন রূপিন্দর চাহাল এবং জিমি সিং। এই ছবিতে রণদীপ হুডা ছাড়াও দেখা যাবে সুভিন্দর ভিকি, হাসলিন কৌর, গীতা আগরওয়াল, অজিত সিং, কাব্য থাপার, ড্যানিশ সুদ, প্রমুখকে।
এই ছবির বিষয়ে বলতে গিয়ে বলবিন্দর জানান, তিনি একটি অস্থির সময়ের মধ্যে দিয়ে বড় হয়েছেন, 2000 সালের শুরুর দিকে যখন পাঞ্জাবে মাদক পাচার ব্যবসা মাথাচাড়া দিয়ে উঠে রমরম করে চলেছে সেগুলোর সাক্ষী থেকেছেন। আর তাই বরাবর এই গল্পগুলোকে পর্দায় ফুটিয়ে তুলতে চেয়েছেন। সেখান থেকেই ক্যাটের ভাবনা। আগামী মাসে পাঞ্জাবের কালো অধ্যায় নিয়ে আসছে ক্যাট।