ইলেকট্রনিক গ্যাজেট কিন্তু আজকালকার যুগের অন্যতম সেরা উপহার
স্মার্টওয়াচ, ইয়ার বাড সহ আর কী কী থাকতে পারে তালিকায় দেখুন
রাখি পূর্ণিমা আসতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। ভাই বোনের মিষ্টি মধুর সম্পর্ক উদযাপন করতে এই দিনটির আলাদাই জনপ্রিয়তা। এদিন যে কেবল একে অন্যের মঙ্গলার্থে ভাই বোন একে অন্যের হাতে রাখি পরায় এমনটা একদমই নয়। একই সঙ্গে চলে উপহার দেওয়া নেওয়া।
কিন্তু এবার আপনি আপনার আদরের ভাই বা বোনকে কী উপহার দেবেন ভেবে ভেবে হয়রান হচ্ছেন? দেখুন কিছু গিফট আইডিয়া।
রাখির উপহারের আইডিয়া
Noise Diva Smartwatch with Diamond Cut Dial
Amazon থেকে গ্রাহকরা এই ঘড়িটি মাত্র 3,499 টাকায় কিনতে পারবেন। এখানে 1.1 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে সহ 100টি ওয়াচ ফেস আছে। একবার চার্জ দিলে এখানে 4 দিনের ব্যাটারি লাইফ পাবেন। ব্লুটুথ কলিং সহ SPO2 ট্র্যাকিং, সাইকেল ট্র্যাকিং এর সুবিধাও আছে।
Amazon Echo Dot Smart Speaker
এটিও Amazon থেকে কিনতে পারবেন। বর্তমানে এটি মাত্র 2,749 টাকায় কেনা যাচ্ছে, যদিও এটির আসল দাম 4,499 টাকা। ভয়েস কমান্ডের সাহায্যে চলে এটি, আছে অ্যালেক্সার সুবিধাও। দুর্দান্ত bass পারফরমেন্স, ভয়েস কন্ট্রোলড স্মার্ট অ্যাপ্লায়েন্স, ইত্যাদির সুবিধাও পাবেন এই গ্যাজেটে।
898 টাকাতেই এখন হেয়ার স্ট্রেটনার কেনা যাবে। আপনার বোন যদি ভীষণ স্টাইলিশ হন তাহলে এটি উপহার হিসেবে দিতে পারেন। পাতলা ডিজাইনের এই স্ট্রেটনার আদর্শ উপহারের উদাহরণ।
এটা জলদি গরম হয়ে যায়। তাছাড়া এটির তাপমাত্রাও কন্ট্রোল করা যায়।
Govo Gobuds 577 True Wireless Earbuds
4,599 টাকা দাম এটির। এখানে 13mm ড্রাইভার আছে যেখানে 470mah ব্যাটারিও পেয়ে যাবেন। ফলে এটি একবার চার্জ দিলে 52 ঘণ্টার প্লেব্যাক টাইম পাবেন। নয়েজ ক্যান্সেলেশনের সুবিধাও আছে এই ফোনে।
Philips Multi Grooming Kit
Amazon থেকে দাদা বা ভাইকে এটা উপহার দিতে পারেন। 9 ইন 1 ট্রিমার আছে এই কিটে। 7 ইম্প্যাক্ট রেজিস্ট্যান্ট চিরুনি, 2 স্টাবল চিরুনি, 1টি দাঁড়ি আঁচড়ানোর চিরুনি, 3টি মাথার চুলের চিরুনি এবং একটি বডি কম্ব থাকবে। এটির দাম পড়বে 3,799 টাকা।
দুর্দান্ত সাউন্ড এক্সপিরিয়েন্স পাওয়া যাবে এখানে। যদি আপনার ভাই বা বোন গান শুনতে পছন্দ করেন এটা দারুন একটা উপহার হতে পারে। বর্তমানে এই সাউন্ডবার Amazon থেকে 17,999 টাকার বদলে 6,299 টাকায় কেনা যাবে।
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.