কোয়াল্কম Snapdragon 712 প্রসেসারের ঘোষনা করল

কোয়াল্কম Snapdragon 712 প্রসেসারের ঘোষনা করল
HIGHLIGHTS

এই Snapdragon 712 10nm ম্যানুফ্যাকচারিং প্রসেসার নির্ভর আর এর সঙ্গে Kryo 360 cores, 2.3GHz যুক্ত আর এতে Snapdragon 710 প্রসেসারটি একটি শক্তিশালী প্রসেসার

হাইলাইট

  • ম্যানুফ্যাকচারিং প্রসেস নির্ভর Snapdragon 712 10nm
  • আর এর আগের প্রসেসারের ফিচার্স আছে
  • DSP আর Quick Charge 4+ সাপোর্ট করবে

 

সপ্তাহ খানেক আগে কোয়াল্কম জানিয়েছিল যে এবার তারা তাদের স্মার্টফোনের নতুন চিপসেট নিয়ে আসবে যা স্ন্যাপড্র্যাগন 712 হবে। আর এই চিপসেট স্ন্যাপড্র্যাগন 710 য়ের আপগ্রেটেড ভার্সান হবে। আর এবার কোম্পানি তাদের মিড রেঞ্জ আর হাই এন্ড চিপসেটের মধ্যে গ্যাপ করার জন্য তৈরি করছে। স্ন্যাপড্র্যাগন 712 তে আপনারা প্রায় সেই সব ফিচার্স পাবেন যা এর আগের জেনারেশানে ছিল। আর এর সঙ্গে এতে একটি নতুন ফিচার হিসাবে কুইক চার্জ 4+ সাপোর্ট আর একটি নতুন DSP আছে।

Snapdragon 712 একটি 10nm ম্যানুফ্যাকচারিং প্রসেসার নির্ভর যা AI Engine য়ের সঙ্গে CPU, GPU আর DSP যুক্ত যা AI টাস্ক করে। স্ন্যাপড্র্যাগন 712 এর আগে পর্যন্ত  Kryo 360 cores, 2.3GHz স্পিড যুক্ত আর স্ন্যাপড্র্যাগন 710 র থেকে ভাল। SoC 8GB পর্যন্ত LPDDR4X RAM 1866Mhz স্পিড সাপোর্ট করে। 

Socর GPU ও স্ন্যাপড্র্যাগন 710 র মতব। আর এটি Adreno 616 GPU য়ের ব্যাবহার করে। আর এর সঙ্গে কোয়াল্কম দাবি করেছে যে SoC 35% গ্রাফিক্সের উন্নতির সঙ্গে স্ন্যাপড্র্যাগন 710 ভাল পার্ফর্মেন্স করা। আর সেখানে স্প্রেক্ট্রা 250 ISP এতে 40% উন্নতি করে। আর আপনারা যদি পার্থক্যর কথা বলেন তবে উন্নতি করে নিয়ে আসা হয়েছে। আর এবার এই নতুন স্ন্যাপড্র্যাগন 712 কুইক চার্জ 4+সাপোর্ট করবে। আর এটি 15 মিনিটের মধ্যে 50% চার্জ করে দেবে। আর এর সঙ্গে এতে Hexagon 685 DSP ও থাকবে।
ইনমিল্ড মোডেম Snapdragon X15 যা LTE Cat.15 downlink সাপোর্ট করবে আর এর সঙ্গে Cat.13 এতে 800Mbp আর 150Mbps স্পিড থাকবে। SoC তে 20MP ডুয়াল ক্যামেরা আর একটি 32MP র সিঙ্গেল শুটার সাপোর্ট থাকবে আর এটি Spectra 250 ISP য়ের সঙ্গে স্ন্যাপড্র্যাগন 710 যুক্ত হবে।

Digit.in
Logo
Digit.in
Logo