Pure EV এর ইলেকট্রিক বাইক লঞ্চ করল দেশে, টক্কর দেবে TVS, Honda-কে

Pure EV এর ইলেকট্রিক বাইক লঞ্চ করল দেশে, টক্কর দেবে TVS, Honda-কে
HIGHLIGHTS

নতুন ইলেকট্রিক বাইক লঞ্চ করল Pure EV

এই ইলেকট্রিক বাইকের নাম EcoDryft

একবার চার্জ দিলেই এটা 135 কিলোমিটার পর্যন্ত যাবে

Pure EV, একটি ভারতীয় ইলেকট্রিক ভেহিকেল সংস্থা তাদের নতুন ইলেকট্রিক বাইক লঞ্চ করল দেশে। হায়দ্রাবাদের এই কোম্পানির নতুন ইলেকট্রিক বাইকটির নাম Pure EV EcoDryft। এই ইলেকট্রিক বাইকে গ্রাহকরা পেয়ে যাবেন দুর্দান্ত রেঞ্জ। একবার চার্জ দিলেই এই বাইক যাবে 135 কিলোমিটার। টেস্ট ড্রাইভ চালু হয়ে গিয়েছে এই বাইকের। তবে দাম কত? কবে থেকে বিক্রি হবে ইত্যাদি বিষয় কোম্পানির তরফে আগামী বছরের জানুয়ারি মাসেই জানানো হবে। 

এই বাইকে মিলবে কোন রঙ এবং ডিজাইন? 

গ্রাহকরা এই বাইকে পেয়ে যাবেন অ্যাঙ্গুলার হেড ল্যাম্প, পাঁচটি স্পোকের অ্যালয় চাকা, সিঙ্গেল পিস সিট, ইত্যাদি। এই বাইকের ডিজাইন অনেকটাই বেসিক কমিউটার বাইকগুলোর মতোই। গ্রাহকরা এই বাইক চারটি রঙে পেয়ে যাবেন, এই রঙগুলো হল কালো, ধূসর, লাল এবং নীল। 

কত রেঞ্জ মিলবে? কী কী ফিচার আছে এই বাইকে?

এই বাইকে গ্রাহকরা পেয়ে যাবেন একটি 3.0kWh ব্যাটারি, এই ব্যাটারিটি AIS 156 সার্টিফায়েড। এই বাইকটির সর্বোচ্চ গতি হল 75 কিলোমিটার প্রতি ঘণ্টা। একবার এই বাইকের ব্যাটারি পুরো চার্জ দেওয়া হয় গেলে এটা 135 কিলোমিটার পর্যন্ত যেতে পারবে। তবে এই বাইকে আর কী কী ফিচার থাকবে সেটা এখনও পর্যন্ত জানা যায়নি। 

EcoDryft

তবে কোম্পানির তরফে রোহিত ভাদেরা, যিনি এই Pure EV কোম্পানির সহ প্রতিষ্ঠাতা এবং চিফ এক্সিকিউটিভ অফিসার তিনি বলেন তাঁদের eTryst বাইকটি দর্শকদের থেকে দারুন সাড়া পেয়েছে। এবার তাঁদের এই EcoDryft বাইকটি কোম্পানির গ্রোথে সাহায্য করবে। মাইলফলক তৈরি করবে এই বাইক। তেমনটাই আশা করছেন তিনি। তিনি আরও জানান যে ভারতে pure EV হচ্ছে একমাত্র সংস্থা যারা EV2W কোম্পানি হিসেবে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo