আজকে 500 থেকে 600 টাকার মধ্যে দারুন সব পাওয়ারব্যাঙ্ক ফ্লিপকার্ট থেকে কেনা যাচ্ছে

আজকে 500 থেকে 600 টাকার মধ্যে দারুন সব পাওয়ারব্যাঙ্ক ফ্লিপকার্ট থেকে কেনা যাচ্ছে
HIGHLIGHTS

আজকে এখাবনে আপনারা ইন্টেক্স বা বিলিয়ানের পাওয়ার ব্যাঙ্ক কিনতে পারবেন

রাস্তা ঘাটে যাতায়াতের সময়ে স্মার্টফোনে চার্জ কমে গেলে অনেক সময়েই চার্জ করতে অসুবিধা হয়। আর তখন দরকার হয় পাওয়ারব্যাঙ্কের। আর আজকে ফ্লিপকার্ট থেকে কিছু পাওয়ার ব্যাঙ্ক 500-600 টাকার মধ্যে কেনা যাচ্ছে। আর দেখা যাক সেই সব পাওয়ার ব্যাঙ্ক গুলি কেমন।

Billion 10000 mAh Power Bank

আজকে এই পাওয়ারব্যাঙ্কটি ফ্লিপকার্ট থেকে মাত্র 500 টাকায় কেনা যাবে। আর সাইটে এর আসল দাম 1,149 টাকা বলা হয়েছে। আর এটি একটি 10000mAh য়ের শক্তিশালী পাওয়ার ব্যাঙ্ক। আর এটি একটি লিথিয়াম আয়নের পাওয়ার ব্যাঙ্ক। এটি আপনারা আজকে ব্ল্যাক কালারে কিনতে পারবেন। এখান থেকে কিনুন।

Ipro 10400 mAh Power Bank (IP1042) 

আজকে এই আইপ্রোর 1040mAh য়ের পাওয়ারব্যাঙ্কটি আপনারা আজকে এখানে মাত্র 500 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 2,799 টাকা বলা হয়েছে। আর এটি ব্ল্যাক কালারে কেনা যাবে। এটি 212গ্রাম ওজনের। এখান থেকে কিনুন।

Flipkart SmartBuy 

আজকে এটি ফ্লিপকার্ট থেকে আপনারা মাত্র 549 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম সাইটে 1,289 টাকা বলা হয়েছে। আর এটি দুটি আউটপুট যুক্ত। আর এটি USB কেবেল আর ইউসার ম্যানুয়েলের সঙ্গে পাওয়া যাবে। এখান থেকে কিনুন।

Ipro 13000 mAh Power Bank

আজকে এই আইপ্রোর পাওয়ার ব্যাঙ্কটি আপনারা মাত্র 599 টাকায় নিজের করতে পারবেন। আর সাইটে এর আসল দাম 3,299 টাকা বলা হয়েছে। আর এটি আজকে আপনারা সাদা কালারে কিনতে পারবেন। এটি 256গ্রাম ওজনের আর এটি AC অ্যাডপ্টার যুক্ত। এখান থেকে কিনুন।

Rock 13000 mAh Power Bank

আজকে এই পাওয়ার ব্যাঙ্কটি মাত্র 599 টাকায় কেনা যাবে। আর এর আসল দাম সাইটে 1,999 টাকা বলা হয়েছে। আর এটি আপনারা ইউসার ম্যানুয়াল,মাইক্রো USB কেবেলর সঙ্গে পাওয়া যাবে। এখান থেকে কিনুন।

Intex 10000 mAh Power Bank 

আজকে এই ইন্টেক্সের দারুন দেখতে পাওয়ার ব্যাঙ্কটি আপনারা মাত্র 599 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 1,200 টাকা বলা হয়েছে। আর এতে তিনটি আউটপুট আছে। আর এটি ব্ল্যাক কালারে কেনা যাবে। এখান থেকে কিনুন।

নোটঃ সাইটে ডিভাইসের দাম আর অফারে কিছু পরিবর্তন দেখা যেতে পারে, সাইটে ডিভাইসের দাম আর অফারের এই পরিবর্তন সেই সাইটের ব্যাক্তিরাই করে থাকেন।

Digit.in
Logo
Digit.in
Logo