ভারতীয় সংস্থা, তথা ইলেকট্রিক ভেহিকেল স্টার্ট আপ সংস্থা PMV Electric তাদের নতুন গাড়ি নিয়ে এল ভারতের বাজারে। এই সদ্য লঞ্চ হওয়া গাড়িটির নাম হল PMV EaS-E ইলেকট্রিক গাড়ি। জানা গিয়েছে এই গাড়িটি নাকি ভারতের সব থেকে সস্তার ইলেকট্রিক চার চাকা। PMV Electric এর এই ইলেকট্রিক গাড়িটির দাম দেশে শুরু হচ্ছে 4.79 লাখ টাকা থেকে। এটি হচ্ছে এক্স শোরুম দাম।
বর্তমানে যাঁরা এই গাড়ি কিনতে ইচ্ছুক তাঁরা মাত্র 2,000 টাকায় এই গাড়িটি বুক করতে পারবেন। PMV Electric জানিয়েছে যে গাড়িটি নাকি এরই মধ্যে 6,000 অর্ডার পেয়েছে। এই গাড়িটির ডেলিভারি আগামী বছর, অর্থাৎ 2023 সালের মাঝামাঝি সময় থেকে শুরু হবে। এমনটাই সংস্থার তরফে জানানো হয়েছে। অন্যদিকে PMV Electric তাদের আরও একটি ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলতে চলেছে। এই ইউনিটটি পুনেতে খোলা হবে বলেই জানা গিয়েছে।
70 কিলোমিটার প্রতি ঘণ্টা হচ্ছে এই গাড়ির সর্বোচ্চ স্পিড হবে, এমনটাই এই সংস্থার তরফে জানানো হয়েছে। অন্যদিকে 0 থেকে 40 কিলোমিটার প্রতি ঘণ্টা স্পিড তুলতে এই গাড়িটি 5 সেকেন্ডেরও কম সময় নেবে বলে জানা গিয়েছে। PMV Electric তাদের সদ্য লঞ্চ হওয়া PMV EaS-E ইলেকট্রিক গাড়িটিকে তিনটি রেঞ্জে নিয়ে এসেছে, এই তিনটি রেঞ্জ হল 120 কিলোমিটার, 160 কিলোমিটার এবং 200কিলোমিটার। অর্থাৎ এক চার্জে এই গাড়িটির কোনও ভ্যারিয়েন্ট 120 কিলোমিটার চলতে পারবে, কোনওটা 160 কিলোমিটার আর কোনওটা 200 কিলোমিটার। কেউ যদি অনবোর্ড চার্জার ব্যবহার করে এই গাড়িটিকে চার্জ দেন তাহলে মাত্র 3 থেক 4 ঘণ্টার মধ্যে গাড়িটি সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। যে কোনও 15A আউটলেট থেকে এই চার্জ দেওয়া সম্ভব।
550 কেজি হচ্ছে এই গাড়ির ওজন। ফলে বোঝাই যাচ্ছে যে এই গাড়িটি ভীষণই হালকা। এখন যদি প্রশ্ন করেন কতজন চড়তে পারবেন এই গাড়িতে? তাহলে উত্তর হবে দুজন পূর্ণবয়স্ক মানুষ। তবে তাঁদের সঙ্গে একটি বাচ্চাও বসতে পারবে এই গাড়িতে। গ্রাহকরা বিভিন্ন মোডে এই গাড়ি চালাতে পারবেন বলেই জানা গিয়েছে। এতে 4G এনাবেল করা আছে।
রিমোট পার্কিং অ্যাসিস্ট, ক্রুজ কন্ট্রোল, রিমোট কানেকটিভিটি, ব্লুটুথ কানেকটিভিটি, অনবোর্ড নেভিগেশন, ফিট ফ্রি ড্রাইভিং, ইত্যাদি ফিচারের সুবিধা মিলবে এই গাড়িতে। এই গাড়ি লঞ্চ করার পর তার বিষয়ে কল্পিত প্যাটেল, PMV Electric এর কর্ণধার এবং সিইও জানান যে তাঁরা এই দিনের জন্যই অপেক্ষা করছিলেন। তাঁরা চাইছিলেন যে আরবান মোবিলিটির প্রতি তাঁদের যে দৃষ্টিভঙ্গি আছে সেটা সকলের সঙ্গে ভাগ করে নিতে। ভারতবাসীদের নিত্যদিনের ব্যবহারের জন্য তাঁরা এই গাড়িটিকে এনেছেন বলেও জানান।