Google I/O 2023 ইভেন্টে লঞ্চ করতে চলেছে Pixel Tablet। লঞ্চের আগেই অনলাইনে ফাঁস হল এই ডিভাইসের সমস্ত খুঁটিনাটি। Pixel 7a ফোনটিও একই সঙ্গে লঞ্চ করবে।
Google -এর তরফে Pixel Tablet -এর টিজার প্রকাশ্যে আনার প্রায় এক বছর পরে এটিকে হয়তো 10 মে ইউনাইটেড স্টেটসে লঞ্চ করবে। কোম্পানির তরফে জানানো হয়েছে Google I/O 2023 -এর অনুষ্ঠানে Pixel 7a -কেও লঞ্চ করা হবে। এই অনুষ্ঠানটি 10 মে অনুষ্ঠিত হবে।
এই ডিভাইসের আনুষ্ঠানিক লঞ্চের আগেই এক ভেন্ডরের তরফে Pixel Tablet -এর একাধিক তথ্য ফাঁস করে দেওয়া হয়েছে। Amazon Japan -এর তরফে এই Pixel Tablet -এর একাধিক ছবি প্রকাশ্যে আনা হয়েছে, একই সঙ্গে ফাঁস করা হয়েছে এর সম্ভাব্য দাম। এই পোস্টটি আবার একজন রেডইট ব্যবহারকারী, বেটারপাস্তা সবার সামনে নিয়ে এসেছে।
এই ফাঁস হওয়া তথ্য থেকে জানা গিয়েছে এই Pixel Tablet -এর দাম JPY 79,800 মতো হবে, অর্থাৎ ভারতীয় মূল্যে এটার দাম প্রায় 48,400 টাকা হবে। এই যন্ত্রে থাকবে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। এটি পর্সিলিন এবং হেজেল রঙে উপলব্ধ হবে বলেও জানা গিয়েছে।
Amazon Japan -এর তরফে এই তথ্য সরানোর আগেই আবার Winfuture Pixel Tablet -এর একাধিক তথ্য প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে এই ডিভাইসে 10.95 ইঞ্চির একটি LCD ডিসপ্লে থাকবে, যেখানে মিলবে 2560X1600 পিক্সেলের রেজোলিউশন। এখানে 500 নিটসের সর্বোচ্চ ব্রাইটনেস পাওয়া যাবে।
Google Tensor G2 প্রসেসরের সাহায্যে চলবে এটি। ঠিক যেমনটা Google Pixel 7 এবং 7 Pro এর ক্ষেত্রে দেখা যায়। এখানে 8 GB RAM সহ 128 এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ এর দুটো মডেল পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।
8 মেগাপিক্সেলের একটি রিয়ার এবং ফ্রন্ট ক্যামেরা থাকবে এই ট্যাবলেটে। এছাড়া কানেকটিভিটির জন্য এখানে থাকবে WIFI, ব্লুটুথ, কোয়াড স্পিকার, ইত্যাদি। পোগো পিন আছে এই ফোনের পিছন দিকে যার সাহায্যে ডক কানেক্ট করা যাবে।
টাইপ সি পোর্ট থাকবে এই ফোনে। এছাড়া Amazon Japan -এর তরফে জানানো হয়েছে এখানে 27Whr ব্যাটারি থাকবে যা একবার চার্জ দিলে 12 ঘণ্টা পর্যন্ত চলতে পারবে।