এল ফিলিপসের E9 সিরিজ, তিনটি মনিটারের এই সিরিজের প্রাথমিক দাম 9,999 টাকা

Updated on 04-Jul-2019
HIGHLIGHTS

ভারতে ফিলিপসের মনিটার সিরিজ E9 লঞ্চ হয়েছে

এর প্রাথমিক দাম 9,999 টাকা

এই সিরিজে তিনটি মনিটার আছে

ফিলিপস TPV প্রযুক্তি নতুন তিনটি মনিটার লঞ্চ করেছে। এই মনিটার E9 সিরিজে লঞ্চ হয়েছে। এতে 22 ইঞ্চির 226E9QHAB মডেল, 24 ইঞ্চির 246E9QJAB  আর 27 ইঞ্চির 276E9QJAB মডেলে লঞ্চ করা হয়েছে। আর এই ডিভাইসে ফ্লিকার ফ্রি টেকনলজি সাপোর্ট আছে। আর এছাড়া এতে আপনারা লেব্লু মোড পাবেন আর এর সঙ্গে এতে AMD ফ্রিসিং আর আরও অনেক কিছু আছে।

ফিলিপসের 22 ইঞ্চির মনিটার

এই মনিটারে আপনারা একটি IPS 16:9 প্যানেল পাবেন আর এর সঙ্গে এর পিক্সাল রেজিলিউশান FHD 1920×1080 আর এছাড়া ব্যাকলাইটে এতে আপনারা একটি W-LED সিস্টেম পাবেন। আর আপনাদের বলে রাখি যে এটি একটি বিল্ট ইন 3W স্টিরিও স্পিকার আর এছাড়া কানেক্টিভিটির জন্য এতে VGA, HDMI, PC Audio-In আর হেডফোন আউট আছে।

ফিলিপসের 24 ইঞ্চির মনিটার

এই ডিভিয়াসে আপনারা 24 ইঞ্চির পাবেন আর এর অ্যাস্পেক্ট রেশিও 16:9 আর এতে আপনারা একটি FHD 1920×1080 পিক্সাল রেজিলিউশান। আর এতি আল্ট্রা কানেক্টিভিটির জন্য ওয়াইড কালার টেকনলজি যুক্ত। আর এতে আপনারা কানেক্টিভিটির জন্য ডিসপ্লে পোর্ট, VGA, HDMI, PC Audio-in আর হেডফোন আউট পোর্ট আছে।

ফিলিপসের 27 ইঞ্চির মনিটার

এটি এই রেঞ্জের সব থেকে বড় মনিটার আর এটি আপনারা একটি ডিসপ্লে পোর্ট পাবেন আর যা 1.2 ডিসপ্লে পোর্ট আর এর পিক্সাল ডেনসিটি আলাদা।

এই তিনটি মডেলই ফ্লিকার ফ্রি টেকনলজি যুক্ত আর এছাড়া এতে আপনারা লো ব্লু মোড পাবেন। যা তিনটি মনিটার কে স্পেশাল করে।

এই মনিটার গুলির দাম

আপনাদের জানিয়ে রাখি যে 22 ইঞ্চির মনিটার আপনারা 9,999 টাকায় কিনতে পারবেন। আর এর 24 ইঞ্চির মডেলটি 11,495 টাকায় কেনা যাবে। আর এর সঙ্গে এর 27 ইঞ্চির মডেলটি আপনারা প্রায় 16,495 টাকায় কিনতে পারবেন। আর আপনারা এটি সব রিটেল স্টোর থেকে কিনতে পারবেন।  

Connect On :