Paytm FASTag: 29 ফেব্রুয়ারির পর বন্ধ হয়ে যাবে পেটিএম ফাস্ট্যাগ? RBI নির্দেশের পর আপনাকে কী করতে হবে জানুন
RBI এর তরফে বুধবার অর্থাৎ গতকাল অনলাইন পেমেন্ট সার্ভিস Paytm এর বিরুদ্ধে একটি বড় পদক্ষেপ নিয়েছে
RBI-এর নির্দেশের পরে, Paytm FASTag গ্রাহকরা 29 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত তাদের ফাস্ট্যাগের ব্যালেন্স ব্যবহার করতে পারবেন
FASTag হল ভারতে একটি ইলেকট্রনিক টোল স্টোর ব্যবস্থা, যা NHAI এর তরফে চালু করা হয়েছে
RBI এর তরফে বুধবার অর্থাৎ গতকাল অনলাইন পেমেন্ট সার্ভিস Paytm এর বিরুদ্ধে একটি বড় পদক্ষেপ নিয়েছে। চলতি মাসের 29 ফেব্রুয়ারি থেকে বন্ধ হয়ে যাবে Paytm Payments Bank (PPBL) পরিষেবা। অনলাইন পেমেন্ট পরিষেবা অ্যাপের বিরুদ্ধে বেশ কিছু নিয়ম ভঙ্গের অভিযোগ উঠেছে। নতুন নির্দেশ অনুযায়ী, কোম্পানি কোনও গ্রাহকের অ্যাকাউন্ট, ওয়ালেট বা Paytm FASTag কোনও টাকা জমা নিতে বা ক্রেডিটে লেনদেনও করতে পারবে না।
বলে দি যে সিস্টেম অডিটের পরে আরবিআই এই পদক্ষেপ নেয়৷ আরবিআই এর পদক্ষেপটি প্রাথমিকভাবে Paytm-এর ব্যাঙ্কিং পরিষেবার উপর নেওয়া হয়েছে। তবে গ্রাহকরা পেটিএমে থাকা টাকা শেষ না হওয়া পর্যন্ত ডিজিটাল পেমেন্ট ব্যবহার করতে পারবেন এবং যতক্ষণ না তাদের অ্যাকাউন্ট একটি অন্য ব্যাঙ্কের সাথে যুক্ত হচ্ছে।
আরও পড়ুন: Vodafone idea 5G Launch: আর কয়েক মাসের অপেক্ষা! ভোডাফোন ভারতে শীঘ্রই লঞ্চ করবে 5G পরিষেবা
এবার কথা হচ্ছে যে যদি আপনি Paytm FASTag ব্যবহার করছেন, সেই ক্ষেত্রে কী করা উচিত। আসুন সেই বিষয় জেনে নেওয়া যাক।
Action against Paytm Payments Bank Ltd under Section 35A of the Banking Regulation Act, 1949https://t.co/bswaWHSxtk
— ReserveBankOfIndia (@RBI) January 31, 2024
RBI-এর নির্দেশের পরে, Paytm FASTag গ্রাহকরা 29 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত তাদের ফাস্ট্যাগের ব্যালেন্স ব্যবহার করতে পারবেন। তবে যে গ্রাহকদের অ্যাকাউন্টে 1 মার্চের পরে টাকা থাকবে, তারা সেটি আর ব্যবহার করতে পারবেন না।
FASTag কি?
সরকারি নিয়ম অনুসারে, সমস্ত চার চাকার গাড়ির উইন্ডশিল্ডে একটি FASTag থাকা বাধ্যতামূলক। FASTag হল ভারতে একটি ইলেকট্রনিক টোল স্টোর ব্যবস্থা, যা NHAI এর তরফে চালু করা হয়েছে। এটি প্রিপেইড ওয়ালেট ব্যবহার করে টোল বুথে টাকা পেমেন্ট করতে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (RFID) প্রযুক্তি ব্যবহার করে। সহজ ভাষায় টোল প্লাজায় ডিজিটাল ওয়ালেট থেকে আপনার টাকা পেমেন্ট হয়ে যায়।
কীভাবে বন্ধ করবেন Paytm FASTag?
- আপনার মোবাইল ডিভাইসে Paytm অ্যাপটি খুলুন বা পেটিএম এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
- আপনার ফাস্ট্যাগ অ্যাকাউন্টের সাথে রেজিস্টার মোবাইল নম্বর ব্যবহার করে পেটিএম অ্যাকাউন্টে লগ ইন করতে হবে।
- পেটিএম হোমপেজে ট্র্যাভেল সার্ভিসেস সেকশনে গিয়ে মেনেজ ফাস্ট্যাগ আইকনে ক্লিক করুন।
- এবার ফাস্ট্যাগ মেনেজ সেকশনে গিয়ে, আপনি আপনার সমস্ত এক্টিভ ফাস্ট্যাগ অ্যাকাউন্টগুলি দেখতে পারবেন।
- এখানে আপনাকে সেই ফাস্ট্যাগ অ্যাকাউন্ট সেলেক্ট করতে হবে, যেটি আপনি বন্ধ করতে চাইছেন।
- এবার পেজের নীচে এসে, ‘Help & Support’ বিকল্পে ক্লিক করুন।
- এখন ‘Need help with non-order related queries?’ অপশনে ক্লিক করুন এবং ‘Queries related to updating FASTag profile’ বিকল্পটি সিলেক্ট করুন।
- এবার আপনি এখানে ‘I want to close my FASTag’ অপশন দেখতে পারবেন, ক্লিক করুন এবং আগে দেওয়া স্টেপগুলি ফলো করুন।
- এইভাবে আপনার পেটিএম ফাস্ট্যাগ বন্ধ হয়ে যাবে।
আরও পড়ুন: Cheapest Prepaid Plan: মাত্র 99 টাকায় আনলিমিটেড কলিং সুবিধা সহ পাবেন এই সুবিধা
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile