PAN-Aadhaar Linking: আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার আজ শেষ দিন, 1 জুলাই থেকে দিতে হবে বেশি টাকা
Pan Card এর সাথে Aadhaar Card লিঙ্ক করার শেষ তারিখ আজ অর্থাৎ 30 জুন 2022
1 জুলাই থেকে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করার জন্য আপনাকে 1000 টাকা জরিমানা হিসাবে দিতে হবে
PAN ও Aadhaar লিঙ্ক করানো না থাকলে জরিমানা হিসাবে দিতে হবে
Aadhaar card-Pan card linking: Pan Card এর সাথে Aadhaar Card লিঙ্ক করার শেষ তারিখ আজ অর্থাৎ 30 জুন 2022। আপনি যদি লিঙ্ক না করে থাকেন তবে আজই এই গুরুত্বপূর্ণ কাজটি করে ফেলুন। বলে দি যে আগামীকাল অর্থাৎ 1 জুলাই থেকে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করার জন্য আপনাকে 1000 টাকা জরিমানা হিসাবে দিতে হবে।
এর আগে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করার শেষ তারিখ ছিল 31 মার্চ, 2022। এর পরে সিবিডিটি 500 টাকা জরিমানা হিসাবে দিয়ে আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করার অনুমতি দেয়। এই সময়সীমাও 30 জুন 2022-এ শেষ হবে। আগামীকাল অর্থাৎ 1 জুলাই থেকে লেট পেনাল্টি হিসাবে দ্বিগুণ টাকা খরচ করতে হবে।
PAN Card-এর সঙ্গে Aadhaar Card লিঙ্ক করবেন কীভাবে?
1- প্রথমে আপনাকে আয়কর দফতরের e-filing পোর্টাল অর্থাৎ www.incometaxindiaefiling.gov.in ওয়েবসাইটে যেতে হবে।
2- পেজের বাঁ দিকে Quick Links বলে অপশন পাবেন। তার মধ্যেই Link Aadhaar বলে অপশন রয়েছে।
3- এবার Link Aadhaar সেকশনে ক্লিক করুন।
4- এখানে আপনাকে PAN নম্বর, Aadhaar নম্বর এবং নিজের নাম টাইপ করতে হবে।
5- এর ঠিক নীচেই CAPTCHA লেখা আসবে, সেটা নির্দিষ্ট স্থানে ভরতে হবে।
6- এবার Link Aadhaar অপশনে ক্লিক করুন এবং তার পরই আপনার PAN Aadhaar Linking এর কাজ সম্পন্ন হয়ে যাবে।
Link PAN Aadhaar Started
Fee of Rs.500 payable if linked up to 30/06/22, else fee payable is Rs.1000
Fees to be paid by Challan No ITNS 280 with Major head 0021 (Income Tax Other than Companies) & Minor head 500 (Fee)
Try to link after 4-5 working days from date of payment pic.twitter.com/LUPV13hlkF
— Taxation Updates (@TaxationUpdates) June 1, 2022
SMS করেও করা যাবে PAN Card-এর সঙ্গে Aadhaar Card লিঙ্ক, কীভাবে জেনে নিন
আপনি যদি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ই-ফাইলিং ওয়েবসাইট থেকে PAN Card এবং Aadhaar Card লিঙ্ক করতে না পারেন, তাহলে তা করার জন্য রয়েছে উপায়। এতে দুটি নম্বর রয়েছে, আপনি যে কোনও একটিতে SMS পাঠাতে পারেন।
SMS-এ আপনাকে পাঠাতে হবে UIDPAN। অর্থাৎ SMS-এ এই 6 শব্দের আপনাকে আধার এবং প্যান নম্বর লিখে পাঠালেই Aadhaar Card-এর সঙ্গে PAN Card লিঙ্কড হয়ে যাবে।
কী ভাবে পাঠাবেন SMS
UIDPAN (12 ডিজিটের Aadhaar নম্বর) (10 ডিজিট PAN) টাইপ করে পাঠিয়ে দিতে হবে 567678 বা 56161 নম্বরে।
PAN-Aadhaar লিঙ্ক স্ট্যাটাস দেখার পদ্ধতি
- প্রথমে আপনি আপনার স্মার্টফোন বা কম্পিউটারে Income Tax এর অফিসিয়াল ওয়েবসাইটটি খুলুন। আপনি incometax.gov.in লিখে সার্চ করলেই পেয়ে যাবেন ওয়েবসাইটটি।
- ওয়েবসাইটটি আপনার স্ক্রিনে খুলে গেলে, Quick Links সেকশনে 'Link Aadhaar status' অপশনে ক্লিক করুন।
- এরপর যে পেজটি আপনাকে দেখাবে, সেখানে নিজের PAN এবং Aadhaar নম্বর সঠিক বক্সে লিখুন।
- এরপর 'View Link Aadhaar Status' বাটনে ক্লিক করুন।
- এরপর একটি পপ আপ দেখাবে, যেখানে আপনার বর্তমান PAN এর স্ট্যাটাস দেখিয়ে দেবে।
এই পদ্ধতিতেই আপনি খুব সহজে আপনার PAN-Aadhar লিঙ্ক স্ট্যাটাস জেনে যাবেন।