Oppo Pad 2-এর ফিচার ফাঁস! প্রকাশ্যে এল ডিসপ্লে থেকে ব্যাটারির বিষয়ে নানা তথ্য, দেখুন

Oppo Pad 2-এর ফিচার ফাঁস! প্রকাশ্যে এল ডিসপ্লে থেকে ব্যাটারির বিষয়ে নানা তথ্য, দেখুন
HIGHLIGHTS

Oppo Pad গত বছর ফেব্রুয়ারি মাসে চিনে লঞ্চ হয়েছিল

এবার Oppo Pad 2 লঞ্চ হওয়ার আগেই একাধিক তথ্য অনলাইনে ফাঁস হয়ে গেল

জানা গিয়েছে এই ট্যাবলেটে 11 ইঞ্চির থেকে বড় একটি ডিসপ্লে নিয়ে আসবে

Oppo -এর তরফে গত বছরই তাঁদের নতুন ট্যাবলেট লঞ্চ করা হয়েছিল। 2022 সালের ফেব্রুয়ারি মাসে চিনে Oppo- এর তরফে Oppo Pad এবং Oppo Find X5 সিরিজ লঞ্চ করা হয়েছিল। তারপর একাধিক রিপোর্টে জানানো হয় এই সংস্থা নাকি এক ট্যাবলেটের উত্তরসূরি নিয়ে কাজ করছে। বর্তমানে Weibo -তে একটি নতুন তথ্য ফাঁস হয়ে গিয়েছে এই Oppo Pad 2 নিয়ে। সেখানে এই ট্যাবলেটের একাধিক বিষয়ে প্রকাশ্যে এসেছে যার মধ্যে আছে তার ডিসপ্লে থেকে ব্যাটারি, চার্জিং ক্ষমতা, ইত্যাদি। 

এই ট্যাবলেটে কী কী ফিচার থাকতে পারে? 

Digital Chat Station, একজন টিপস্টারের মতে Oppo Pad 2 তে 11 ইঞ্চির থেকে বড় একটি স্ক্রিন থাকবে। এই বিষয়ে বলে রাখা ভাল Oppo Pad -এ 11 ইঞ্চির একটি ডিসপ্লে ছিল, সেখানে 1600X2560 পিক্সেলের রেজোলিউশন ছিল। এখানে 120 Hz রিফ্রেশ রেট আছে। ফাঁস হওয়া তথ্য থেকে জানা গিয়েছে Oppo Pad 2 -তে LCD প্যানেল সহ 2800X2000 পিক্সেলের রেজোলিউশন মিলবে। সঙ্গে থাকবে উন্নতমানের রিফ্রেশ রেট, এখানে 144 Hz রিফ্রেশ রেট মিলবে। Dolby Vision এবং HDR 10+ -এর সুবিধা পাওয়া যাবে এই ট্যাবলেটে। 

এছাড়া জানা গিয়েছে 9500mAh ব্যাটারি থাকতে পারে এখানে তাও 67W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ। MediaTek Dimensity 9000 প্রসেসরের সাহায্যে এটি পরিচালিত হবে। অ্যান্ড্রয়েড 13 থাকবে এখানে। তবে ডিজাইন বা লুকের দিক থেকে Oppo Pad 2 -কে OnePlus Pad -এর মতোই দেখতে অনেকটা। OnePlus Pad আগামী মাসের 7 তারিখ দেশে লঞ্চ হতে চলেছে। তাই মনে করা হচ্ছে OnePlus Pad -এর রিব্র্যান্ডেড মডেল হিসেবেও এটি লঞ্চ হতে পারে। 

Oppo Pad 2 leaked features

দাম কত হবে? কবে ঘোষণা করা হবে এই ট্যাবের বিষয়? 

অনুমান করা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে Oppo -এর তরফে তাদের Oppo Find X6, X6 Pro, X6 Pro Dimensity এডিশন- এর কথা চিনে ঘোষণা করা হবে। একই সময় Oppi Pad 2 -এর কথাও ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। Oppo Pad -এর দাম 2,299 Yuan রাখা হয়েছিল। Oppo Pad 2- এর ক্ষেত্রেও কম বেশি তেমনই দাম আশা করা হচ্ছে।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo