এই ভাবে সহজে নিজের PF অ্যাকাউন্ট থেকে টাকা বার করুন
By
Digit Bangla |
Updated on 30-Aug-2019
HIGHLIGHTS
অনলাইন ফর্ম ফিল আপ করুন আর নিজের অ্যাকাউন্টের PF য়ের টাকা নিন
আর আপনারা নিজেদের UAN নাম্বার দিয়ে ব্যাঙ্ক ডিটেলস আপডেট করুন
আর কারো কাছে নিজের অ্যাক্টিভ UAN নাম্বার না থাকলে EPFO র ফর্ম সাবমিট করা যাবে
আগে PF অ্যাকাউন্ট থেকে টাকা বার করা বেশ সমস্যার ছিল। আর ফর্ম ফিল আপ করে সেই অ্যাপ্লিকেশান করলে সেই টাকা পেতে অনেক সময় লাগত। আর এবার মানে এখন প্রযুক্তির দৌলতে আপনারা এই সব কাজ সহজেই ক্রতগে পারবেন।
যাদের কাছে ইউনিভার্সাল (UAN ) অ্যাকাউন্ট নাম্বার নেই তারা তাদের ডিটেল আপডেট করে আমঅ্যাক্টিভ UAN র সঙ্গে EPFO র ফর্ম সাবমিট করতে পারবেন। এর জন্য আপনাদের এক্সট্রা ছোটাছুটি করতে হবে।
কি করবেন?
- এই অ্যাপ্লিকেশান ফর্ম EPFO র ওয়েবসাইটে পাবেন। আর প্রথমে আপনাদের UAN নাম্বার পাসওয়ার্ডের সঙ্গে UAN পোর্টালে লগ ইন করুন।
- আর এবার নিজের PF অ্যাকাউন্টের KYC ডিটেলস স্ট্যাটাস চেক করুন।
- আর নিজের দারকার অনুসারে উইথড্রল ফর্ম ফিল করুন, যেমন PF ফুল ইউথড্রল (যদি আপনার চাকরি ছাড়ার দু মাস হয়ে গিয়ে থাকে ), EPS (পেনশান) ইউথড্রল বেনিফিট বা EPF অ্যাডভান্স( পার্সিয়াল ইউথড্রল ফর্ম এডুকেশান, ম্যারেজ এক্সপেন্স, হাউস এক্সপেন্স) ইত্যাদি।
- আর এবার নিজের ফোনে আসা OTO আসবে। আর সেই OTP আপনারা এখানে দিন। আর এই ফোন নাম্বার UAN আর আধারের সঙ্গে লিঙ্ক থাকতে হবে।
- অথারিটি UIDA আপনাকে KYC (আধার) পাবে আর এখানে আপনার অনলাইন PF প্রসেস হবে।
- অনলাইন অ্যাপ্লিকেশান অ্যাপ্লাই করার জন্য কিছু জিনিস খেয়াল রাখতে হবে
আপনার UAN অ্যাক্টিভেট হতে হবে
- ফোন নাম্বার UAN য়ের সঙ্গে লিঙ্কড থাকতে হবে
- আপনারা EPFO তে ব্যাঙ্ক ডিটেলস, আধার ডিটেলস আর PAN ডিটেলস দিতে হবে।