ফেব্রুয়ারিতেই লঞ্চ হচ্ছে OnePlus-এর প্রথম ট্যাবলেট, দাম কত জানেন?

Updated on 28-Jan-2023
HIGHLIGHTS

OnePlus তাদের প্রথম ট্যাবলেট আনছে

এই ট্যাবলেটের নাম OnePlus Pad

আগামী 7 ফেব্রুয়ারি এটি লঞ্চ করতে চলেছে

OnePlus হল স্মার্টফোন জগতের অন্যতম নামী ব্র্যান্ড। এই বাজেট ফ্রেন্ডলি ফোন হোক বা মিড রেঞ্জ কিংবা প্রিমিয়াম কোনও ফোনে, সবই গ্রাহকদের মন কেড়েছে। এবার তাই স্মার্টফোনের পর এই চিনা সংস্থা তাদের পরিধি বাড়াতে চলেছে। ট্যাবলেট আনতে চলেছে এই সংস্থা। জানা যাচ্ছে একটি প্রিমিয়াম কোয়ালিটির ট্যাবলেট লঞ্চ করবে Oneplus, আর এটার হাত ধরেই এই জগতে তাদের হাতেখড়ি হবে। Apple এবং Samsung -এর পর প্রিমিয়াম কোয়ালিটির ফোনের জন্য অধিকাংশ মানুষই OnePlus -এর উপর ভরসা করে থাকে। এবার ট্যাবের হাত ধরে সেটাকে আরও পাকাপোক্ত বানাতে চাইছে OnePlus।

জানা গিয়েছে আগামী 7 ফেব্রুয়ারি OnePlus -এর তরফে তাদের Cloud 11 ইভেন্টটি অনুষ্ঠিত হবে। আর সেখানেই লঞ্চ করা হবে এই নতুন ট্যাবলেটটিকে। তবে কেবল এই ট্যাব নয়, গ্রাহকরা বহুদিন ধরেই OnePlus -এর একাধিক দারুন মানের স্মার্টফোনের জন্য অপেক্ষা করে আছে। আর এই ফোনগুলোর মধ্যে আছে OnePlus 11 5G এবং OnePlus 11R 5G। এছাড়া একই সঙ্গে আসছে OnePlus Buds Pro 2 এবং OnePlus TV 65 Q2 Pro। ফলে বুঝতেই পারছেন এই Cloud 11 অনুষ্ঠানে একগুচ্ছ নতুন প্রোডাক্ট নিয়ে আসছে এই সংস্থা।

জানা গিয়েছে OnePlus -এর তরফে যে ট্যাবলেটটি লঞ্চ করতে চলা হচ্ছে সেটা কেবল ভারতেই লঞ্চ হবে। তবে অনেকের মতে এটি নাকি সেই 2021 সাল থেকেই আছে! সেটাকে ফের রিলঞ্চ করছে এই সংস্থা। তবে OnePlus -এর মতে এই দাবি মিথ্যে। সত্য মিথ্যা পরে যাচাই করলেও হবে আগে এই ট্যাবে কী কী ফিচার থাকবে জেনে নেওয়া যাক।

OnePlus Pad এ কী কী ফিচার থাকবে?

জানা গিয়েছে এখানে একটি 12.4 ইঞ্চির একটি Full HD+ OLED ডিসপ্লে থাকবে। এটি পরিচালিত হবে Snapdragon 865 প্রসেসরের সাহায্যে। এখানে মিলবে 6GB RAM। 45W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 10,090 mAh ব্যাটারি থাকবে এই ট্যাবলেটটিতে। তবে এই ফোনে কটি রিয়ার ক্যামেরা থাকবে সেটা এখনও নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না যেহেতু OnePlus এর সাইটে এই ট্যাবলেটের এক ঝলক দেখা গিয়েছে কেবল। তবে অনুমান করা হচ্ছে একটি রিয়ার ক্যামেরা থাকবে হয়তো। এই ট্যাবলেটটি তৈরি হয়েছে পুরো মেটাল বডি দিয়ে। 
ট্যাবেলটের বাঁদিকে আছে স্টাইলাস এবং ডানদিকে আছে ভলিউম বাটন।

কত দাম হবে এই ট্যাবলেটের?

এখনও পর্যন্ত নিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না যে এই ট্যাবলেটের কত দাম হতে পারে। কিন্তু অনুমান করা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি হবে OnePlus -এর প্রথম ট্যাব। ফলে এটার দাম দেশে 20 হাজার টাকার মধ্যেই থাকবে। তবে এই যেমনটা বলা হল এই ট্যাবলেটের সঙ্গে Cloud 11 অনুষ্ঠানে OnePlus- এর দুটি প্রিমিয়াম ফোন, OnePlus 11 5G, OnePlus 11R 5G লঞ্চ করতে চলেছে।

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.

Connect On :