OnePlus -এর তরফে লঞ্চ করতে চলে হচ্ছে একটি নতুন ট্যাবলেট নাম, OnePlus Pad। এটি আগামী 7 ফেব্রুয়ারি লঞ্চ হতে চলেছে। কিন্তু একি! লঞ্চ হওয়ার আগেই এই ট্যাবলেটের ডিজাইন অনলাইনে ফাঁস হয়ে গেল। একজন বিশ্বস্ত টিপস্টার Evan Blass এই ডিজাইন প্রকাশ্যে আনলেন। তিনি টুইটারে পোস্ট করে এই ট্যাবলেটের ডিজাইন ফাঁস করে দেন। তিনি যে ছবি পোস্ট করেছেন সেটা অনেক বেশি পরিষ্কার যা OnePlus -এর তরফে টিজারে পোস্ট করা হয়েছিল। এখানে 11.6 ইঞ্চির ডিসপ্লে মিলবে।
OnePlus -এর তরফে তাদের প্রথম ট্যাবলেট লঞ্চ করতে চলা হচ্ছে। একই সঙ্গে লঞ্চ করা হবে OnePlus 11 5G, OnePlus 11R 5G, OnePlus Buds Pro 2, এবং OnePlus TV 65 Q2 Pro। একটি ইভেন্টে মাধ্যমে একসঙ্গে এই সমস্ত প্রোডাক্ট লঞ্চ করবে OnePlus। জানা গিয়েছে এই ট্যাবের দাম 25,000 টাকার মধ্যেই রাখা হবে।
OnePlus -এর যে ছবি প্রকাশ্যে এসেছে সেখান থেকে দেখা গিয়েছে যে এখানে একটি গোলাকার ক্যামেরা মডিউল থাকবে যা ফোনের রিয়ার প্যানেলের মাঝে অবস্থিত হবে। এখানে একটি ফ্ল্যাশলাইট থাকবে। এছাড়া লিক হওয়া ছবি থেকে এটা স্পষ্ট যে এই ফোনটি সবুজ রঙের হতে চলেছে। এটি অ্যালুমিনিয়াম ফিনিশ দেখা যাবে রিয়ার প্যানেলে। একই সঙ্গে থাকবে অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেম। 11.6 ইঞ্চির একটি ডিসপ্লে থাকবে এই ট্যাবলেটে। Snapdragon 865 প্রসেসরের সাহায্যে এটি চলতে পারে। সঙ্গে 13 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা এবং একটি 5 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা থাকবে এখানে।
OnePlus 11 5G ফোনটির দাম দেশে 54,999 টাকা রাখা হতে পারে। এই দামে 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ মিলবে। অন্যদিকে 16 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম 59,999 টাকা হতে পারে, এবং 16 GB RAM এবং 512 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দান 66,6999 রাখা হবে। অন্যদিকে OnePlus 11R ফোনটির দান 35,000 থেকে 40,000 এর মধ্যে রাখা হবে বলে জানা গিয়েছে। এই রেঞ্জে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ মিলবে। 16 GB RAM এবং 512 GB ইন্টারনাল স্টোরেজ মিলবে 40,000 থেকে 45,000 টাকার মধ্যে। অন্যদিকে OnePlus Buds Pro 2 -এর দাম 11,999 টাকার আশপাশে রাখা হতে পারে।