OnePlus Buds 3: লঞ্চের আগেই প্রকাশ হল এই বিশেষ ফিচার, কোম্পানি দিল ডিটেল
OnePlus কোম্পানি সম্প্রতি তার লেটেস্ট ইয়ারবাড OnePlus Buds 3 লঞ্চের কথা জানিয়েছে
একটি নতুন খবর জানা গিয়েছে, যেখানে নতুন বাড্সে বড় ব্যাটারি থাকবে
ওয়ানপ্লাস বাড 3 মাত্র 10 মিনিটের চার্জে 7 ঘন্টা ব্যাটারি লাইফ দেবে
OnePlus ভারতে সেরা কোম্পানিগুলি মধ্যে একটি, যার সময়ে সময়ে নতুন ডিভাইস নিয়ে আসে। এবার কোম্পানি সম্প্রতি তার লেটেস্ট ইয়ারবাড OnePlus Buds 3 লঞ্চের কথা জানিয়েছে। এখন একটি নতুন খবর জানা গিয়েছে, যেখানে নতুন বাড্সে বড় ব্যাটারি থাকবে।
কোম্পানি এই সম্পর্কে তাদের সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে জানিয়েছে। ওয়ানপ্লাস বাড 3 মাত্র 10 মিনিটের চার্জে 7 ঘন্টা ব্যাটারি লাইফ দেবে। আসুন সেই বিষয়ে জেনে নেওয়া যাক…
আরও পড়ুন: Realme 12 Pro series: 120x সুপার জুম সহ আসবে রিয়েলমির নতুন সিরিজ, জানুন আর কী থাকবে ফিচার
OnePlus Buds 3 তে কী থাকবে বিশেষ
Worry less. Enjoy more.
— OnePlus (@oneplus) January 18, 2024
⚡️ 7 hours of listening on a 10-minute charge
⚡️ 44 hours of listening on a full charge#OnePlusBuds3
ওয়ানপ্লাস 23 জানুয়ারি ভারত এবং গ্লোবাল মার্কেটে তাদের লেটেস্ট OnePlus 12 Series লঞ্চ করতে চলেছে। এই সিরিজের সাথে কোম্পানি ভারতে লঞ্চ করবে ওয়ানপ্লাস বাড 3।
বলে দি যে কোম্পানি লঞ্চের আগেই তার আপকামিং বডস এর কিছু ফিচার অনলাইনে টিজ করেছে।
কোম্পানির দাবি যে এটিকে 10 মিনিটের চার্জে এটি 7 ঘন্টার প্লেব্যাক টাইম দেবে। পাশাপাশি, ফুল চার্জে 44 ঘন্টার প্লেব্যাক টাইম অফার করবে।
এছাড়া এই ইয়ারবডস এর কালার অপশনও দেখা গিয়েছে। এটি স্প্লেন্ডিড ব্লু এবং ম্যাটেলিক গ্রে দুটি রঙে কেনা যাবে।
আরও পড়ুন: Samsung Galaxy S24 Plus লঞ্চ, 12GB RAM এবং ট্রিপল ক্যামেরা সহ ফোনের ভারতে দাম কত
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile