দিল্লি সরকারের তরফে রাতারাতি বাইক ট্যাক্সি পরিষেবার উপর নিষেধাজ্ঞা জারি করা হল। এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়বে Ola, Uber, Rapido, ইত্যাদির মতো বাইক, ক্যাব পরিষেবার উপর। দিল্লির যানবাহন ডিপার্টমেন্টের তরফে জানানো হয়েছে, যে দুই চাকার যানবাহনের প্রাইভেট রেজিস্ট্রেশন নম্বর আছে এবং যাতে করে যাত্রী নিয়ে যাওয়া হয় সেগুলোকে নিষিদ্ধ ঘোষণা করা হল। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ব্যক্তিগত যানবাহনকে কমার্শিয়াল ট্যাক্সি হিসেবে ব্যবহার করা হলে সেটা 1988 মোটর ভেহিকেল অ্যাক্টকে লঙ্ঘন করে। তবে এই সিদ্ধান্ত যে বহু গ্রাহকের চিন্তার কারণ হয়ে দাঁড়াল সেটা বলার অপেক্ষা রাখে না। কারণ আজকাল অনেকেই এই দুই চাকার ট্যাক্সির উপর নির্ভর করে থাকে Ola Uber, Rapido এর মাধ্যমে। বিশেষ করে দিল্লির ট্রাফিক, যানজটের মধ্যে অনেকের কাছেই এটি একটি ভালো অপশন ছিল যাতায়াতের।
যদিও এখনও কিছু ক্যাব পরিষেবার তরফে তাদের বাইক ট্যাক্সি পরিষেবা চালু রাখা আছে। এই বিষয়ে এখনও ক্যাব সংস্থাগুলোর কোনও মতামত পাওয়া যায়নি। দেখে নিন এই বিষয়ে কোন পাঁচ জিনিস জানা গিয়েছে।
প্রথমত, দিল্লির যানবাহন ডিপার্টমেন্টের তরফে এই পরিষ্কার ভাবে বলা হয়েছে যে এই ব্যান বাইক ট্যাক্সির উপর রাতারাতি লাগু করা হয়েছে। যদি দিল্লি পুলিশ, বা সরকার দেখে এখনও পথে কোনও Ola, Uber বা Rapido -এর বাইক ট্যাক্সি চলছে তাহলে সেই বাইককে 5,000 টাকার ফাইন দিতে হবে। যদি এক ভুল দ্বিতীয় বার করা হয় তাহলে 10,000 টাকার ফাইন দিতে হবে বলেই সরকারের তরফে জানানো হয়েছে। শুধু তাই নয়, হতে পারে জেলও।
ইন্ডিয়ান এক্সপ্রেসের তরফে জানানো হয়েছে যে দিল্লি ট্রাফিক পুলিশের তরফে সেই বাইকগুলোর বিষয় তথ্য নেওয়া হচ্ছে যেগুলো Ola, Uber বা Rapido -এর সঙ্গে যুক্ত আছে। যদি এই ভুল বারবার কাউকে করতে দেখা যায় তাহলে সেই বাইকের মালিকের ড্রাইভিং লাইসেন্স 3 বছরের জন্য সাসপেন্ড করে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
দিল্লি সরকার এই সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের রায়ের পর। সুপ্রিম কোর্টের তরফে মহারাষ্ট্রে Rapido পরিষেবা ব্যান করে দেওয়া হয়েছে। এই বাইক ট্যাক্সির অন্যতম সমস্যা হল এখানে কোনও এমার্জেন্সি বাটন নেই, ফলে মহিলা যাত্রীদের সুরক্ষা নিয়ে একটা বড় প্রশ্ন থেকেই যায়।
Ola, Uber, বা Rapido -এর তরফে এখনও কোনও উত্তর পাওয়া যায়নি। দিল্লির এম এল এ এবং ট্রান্সপোর্ট মিনিস্টার কৈলাশ গালোট এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন, এবং একই সঙ্গে টুইট করেছেন। তিনি তাঁর টুইটে বলেছেন, 2 হুইলার, 3 হুইলার, 4 হুইলারের যে এগ্রিগ্রেটর পলিসি আছে সেটা ফাইনাল স্টেজে পৌঁছে গিয়েছে। এবং দ্রুত সেটা লাগু করা হবে। এক্ষেত্রে তাদের নতুন করে লাইসেন্সের জন্য গ্র্যান্ট আবেদন করতে হবে এই স্কিমের আওতায়।
যদিও দিল্লিতে এখনও Ola বা Uber -এ বাইক ট্যাক্সি বুক করার অপশন দেখাচ্ছে। যদিও মনে করা হচ্ছে শীঘ্রই এক্ষেত্রে একটা বদল আনা হবে যতক্ষণ না এই নিয়মে কোনও পরিবর্তন আনা হচ্ছে। এক সরকারি আধিকারিক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন যে বর্তমান নিয়ম অনুযায়ী ট্যাক্সি পরিষেবা হল সেটাই যেখানে একজন চালক এবং একের বেশি যাত্রী থাকবে। আর এই নিয়মের মধ্যে কেবল চার চাকা, রিক্সা, অটো পড়ে। বাইক নয়। ক্যাব পরিষেবা চালাতে গেলে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। সেই গাড়ির রেজিস্ট্রেশন মার্ক থাকতে হবে। হলুদ নম্বর প্লেট থাকতে হবে। PSV ব্যাজ থাকতে হবে যা পুলিশি ভেরিফিকেশনের পর মিলবে।