digit zero1 awards

ওলার ‘অটো কানেক্টার ওয়াইফাই’ পরিষেবা এবার তিন চাকার জানেও

ওলার ‘অটো কানেক্টার ওয়াইফাই’ পরিষেবা এবার তিন চাকার জানেও
HIGHLIGHTS

2014 সালে লঞ্চ হওয়া ওলার সঙ্গে 1,20,000’র বেশি অটো যুক্ত হয়েছে

ক্যাব পরিষেবা হিসাবে ওলার নিজস্ব একটা পরিচয় আছে আর এবার এই সোমবার ওলা তাদের ‘অটো-কানেক্টার ওয়াইফাই’ পরিষেবা ওলা অটোরিক্সা পরিষেবার কথা ঘোষনা করেছে। ওলা অটোরিক্সার সুবিধা সারা দেশের ৭৩টি শহরে পাওয়া যাবে। ওলা গ্রাহকদের জন্য এই ব্যবস্তা শুরু হলেই ওয়াইফাই পরিষেবাও শুরু হয়ে যাবে। প্রথমবার উদ্যোগতাদের ওয়াইফাই পরিষেবার সুবিদা নেওয়ার জন্য নিজেদের ফোনটি তাদের একবার রেজিস্ট্রেশান করতে হবে।

ওলার একজন বর্ষীয়ান নির্দেশক প্রধান সিদ্ধার্থ আগ্রবাল বলেছেন যে, “ অটো কানেক্টার ওয়াইফাই এর মাধ্যমে আমরা তিনচাকার বাহনকে আধুনিক রূপ প্রদান করছি আর নিজেদ্র গ্রাহকদের যুক্ত করার এক আলাদা অনুভিতি পাচ্ছি”।

সম্প্রতি কোম্পানি দাবি করেছিল যে ওলা প্রাইম গ্রাহকরা মাসে ২০০ টিবির বেশি ডাটা ব্যবহার করে। একজন ওলা গ্রাহক গড়ে ২০ এমবি ডাটার ব্যবহার করে।

2014 সালে লঞ্চ হওয়া ওলার সঙ্গে 1,20,000’র বেশি অটো যুক্ত হয়েছে। 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo