অনলাইন সহজে লেনদের মানেই UPI (ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস) এর মাধ্যমে টাকা পাঠানো
NPCI সম্প্রতি ডেলিগেটেড পেমেন্ট সিস্টাম (Delegated Payment System) লঞ্চ করেছে
এটির সাহায্যে গ্রাহকরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই ইউপিআই অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন
UPI Without Bank Account: অনলাইন সহজে লেনদের মানেই ইউপিআই (ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস) এর মাধ্যমে টাকা পাঠানো। বর্তমান সময় ডিজিটাল পেমেন্ট জনপ্রিয়তার তুঙ্গে। ইউপিআই দেশে ডিজিটাল লেনদেনকে বেশ জনপ্রিয় করেছে। মুদি কেনাকাটা হোক বা অনলাইন পেমেন্ট, সর্বত্রই মানুষ ইউপিআই পেমেন্টে সহজে পেমেন্ট করেন।
গ্রাহকদের সুবিধা মাথায় রেখে ইউপিআই পেমেন্টে নতুন ফিচার যোগ করা হচ্ছে। যেখানে আগে ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজন ছিল, এখন তা নেই। তার মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলেও আপনি একটি ইউপিআই অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। এই খবরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই ইউপিআই অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবে সেই বিষয় বলবো।
NPCI সম্প্রতি ডেলিগেটেড পেমেন্ট সিস্টাম (Delegated Payment System) লঞ্চ করেছে। এটির সাহায্যে গ্রাহকরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই ইউপিআই অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। মনে করিয়ে দি যে এখন পর্যন্ত ইউপিআই লেনদেনের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রয়োজন হত। এছাড়া ইউপিআই আইডি এক্টিভ রাখতে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোবাইল নম্বর এবং আধার কার্ড লিঙ্ক থাকতে হত।
এবার এনপিসিআই এর নতুন ফিচারের পর ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রয়োজন হবে না। এখন গ্রাহকার তাদের সেভিং অ্যাকাউন্ট থেকে অন্য কারোর জন্য ইউপিআই অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এই পরিষেবাটি ব্যবহার করতে গ্রাহকদের ভেরিফিকেশন করাতে হবে, যার পর গ্রাহকরা সহজে পেমেন্ট করতে পারবেন।
শুধু তাই নয়, ইউপিআই এর এই ফিচারের সাহায্যে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর মাধ্যমে পরিবারের অন্য সদস্যরা ইউপিআই মেনেজ করতে পারবেন। এছাড়া প্রাইমারি অ্যাকাউন্ট হোল্ডারের কাছেই পুরো কন্ট্রোল হবে।
ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া কীভাবে তৈরি করবেন ইউপিআই আইডি
প্রথম আপনাকে ইপিআই পেমেন্টে অ্যাপে ইউপিআই সার্কিলে ক্লিক করে Add Family and Friend অপশনে ক্লিক করবেন।
এবার আপনাকে সেকেন্ডারি ইপিআই আইডি তৈরি করতে হবে। এই ক্ষেত্রে আপনাকে আপনার কন্টাক্ট লিস্ট থেকে সেই নম্বর যোগ করতে হবে, যার আইডি তৈরি করতে হবে।
এর পরে আপনাকে সেকেন্ডারি অ্যাকাউন্টের লিমিট এবং প্রতিটি পেমেন্টের অনুমোদন সেট করার বিকল্প দেওয়া হবে।
সেকেন্ডারি ইউজাররা রিকওয়েস্ট এক্সেপ্ট করার নোটিফিকেশন পাওয়া যাবে। এক্সেপ্ট করার পর সেকেন্ডারি ইউজার ইউপিআই অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করতে পারবেন।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.