এবার আপনি বাড়িতে বসেই এভাবে আপনার ভোটার আইডি কার্ডের ঠিকানা বদলাতে পারবেন

Updated on 12-Feb-2018
HIGHLIGHTS

আর এর জন্য ECI একটি অনলাইন অ্যাপলিকেশান ব্যাবস্থা নিয়ে এসেছে

ভারতের ইলেকশান কমিশান (ECI) এবার ভোটার কার্ডে ঠিকানা বদলাবার ব্যাপারটি আরও সহজ করে দিয়েছে। এবার আপনাকে কোন কারনে আপনার ভোটার কার্ডের ঠিকানা বদলাবার জন্য আর দৌড় ঝাঁপ করতে হবেনা। এবার এই প্রসেটি আরও সহজ করে দেওয়া হয়েছে। আপনি এবার একটি সহজ অ্যাপলিকেশানের মাধ্যমেই এটি করতে পারবেন। এই ল্যাপটপ গুলি ফ্লিপকার্টে 15,000 টাকা দামের মধ্যে কিনতে পাওয়া যাচ্ছে

কোন কারনে আপনার থাকার জায়গার ঠিকানা বদল হলে এবার সেই ঠিকানা খুব সহজেই আপনার নতুন ঠিকানার প্রমান পত্রের সঙ্গে একটি অ্যাপলিকেশান করলেই এরকম হবে।

আপনার নাম ইলেকশন লিস্টে আপনার পুরনো ঠিকানার জায়গায় আপনার বর্তমান ঠিকানায় শিফট হয়ে যাবে।

আর এর জন্য ECI একটি অনলাইন অ্যাপলিকেশান ব্যাবস্থা নিয়ে এসেছে।

আসুন তবে দেখা যাক অনলাইনে কি ভাবে আপনি আপনার ভোটার কার্ডের ঠিকানা বদলাতে পারবেন।

  • ন্যাশানাল ভোটার্স সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইয়াট http://www.nvsp.in তে লগ ইন করুন
  • “অ্যাপলাই অনলাইন ফর রেজিস্ট্রেশান অফ নিউ ভোটার/ডিউ টু শিফটিং ফ্রম AC” অপশানে ক্লিক করুন।
  • এবার 8A ফর্মটি বাছুন আর এই অপশানটি বাছার পরে একটি নতুন ট্যাবে একটি অনলাইন ফর্ম খুলে যাবে।
  • এবার এই ফর্মে আপনার নাম, ঠিকানা, রাজ্য, কন্সটিটিউয়েন্সি আর আপনার নতুন ঠিকানা সহ সব দরকারি তথ্য দিন।
  • আপনার এখনকার একটি অ্যাড্রেস প্রুফ (ঠিকানার প্রমান পত্র) আপলোড করুন (আধার কার্ড, ব্যাঙ্ক পাস বই আর যে কোন অফিসিয়াল ডকুমেন্ট)।
  • আপনি আপনার ফাইল আপলোড করে নিলে অনলাইনে ফর্মটি সাবমিট করুন।
  • আপনি একটি রেফারেন্স নম্বর পাবেন, এই নম্বরটি দিয়ে আপনি আপনার অ্যাপলিকেশান অনলাইনে ট্র্যাক করতে পারবেন।
  • আপনি আপনার অ্যাপলিকেশান সাবমিট করার পরে, তা ইলেকশন অফিসার ভেরিফাই করবেন।
  • এব কিছু সঠিক ভাবে ভেরিফাই হয়ে যাওয়ার পরে আপনি আপনার নতুন ভোটার কার্ডটি আপনার বর্তমান ঠিকানা সহ পেয়ে যাবেন।

সোর্সঃ

Connect On :