একজন পাইল্ট ভারতের প্রথম ‘প্লেন ফ্যাক্টেরি’ করতে চলেছেন

Updated on 22-Feb-2018
HIGHLIGHTS

এই প্রকল্পের জন্য 35,000 কোটি টাকার মউ স্বাক্ষরিত হয়েছে

পাইলটের স্বপ্নের উড়ান এবার সত্যি হবে। অবাক হচ্ছেন? না আসলে তেমন অবাক হওয়ার মতন কিছু নেই। আসলে একজন কমার্সিয়াল পাইলটের স্বপন এবার সত্যি হতে চলেছে। এই পাইলটের স্বপ্নের এয়ারক্রাফট মহারাষ্ট্রে তৈরি হতে চলেছে। এই সপ্তাহের শুরুতে এই মউ সই হওয়ার সময় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফান্ডাভিস সেখানে উপস্থিত ছিলেন। এটি ‘ম্যাগনেটিক মহারাষ্ট্রে’ হিসাবে প্রচারিত হচ্ছে। এই প্রকল্পের জন্য 35,000 কোটি টাকার মউ স্বাক্ষরিত হয়েছে।

পাইল্ট অমোল যাদব আর MIDC ‘র ভেতর জে মউ স্বাক্ষরিত হয়েছে তা 10,000 সংখ্যক মানুষকে কাজের সংস্থান দেবে বলে মনে করা হচ্ছে। আর এটি প্রায় 157 একরের ওপর হবে এটি পালগর জেলায় তৈরি হবে।

গত বছর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী অমোল যাদব কে সাহায্যের কথা ঘোষনা করেছিলেন। তিনি 6- সিটের আর 19-সিটের এয়ারক্রাফট তৈরি করতে চান।এসেগেল ফ্লিপকার্টের কুলিং ডেজ সেল

এই এয়ারক্রাফটটি তৈরি করতে মহারাষ্ট্র সরকার অমোলকে  35,000 কোটি টাকা দিয়েছে আর প্রকল্পের জন্য আরও প্রয়োজনীয় অর্থের যোগানও তারা করবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

ছয় সিটের এয়ারক্রাফটেটি ২০১৬ সালের মুম্বাইতে অনুষ্ঠিত মেক ইন ইন্ডিয়া প্রকল্পে সবার দৃষ্টি আকর্ষণ করেছিল।

অমোল যাদব জেট এয়ারওয়েসের সিনিয়ার কমান্ডার।

সোর্সঃ ইমেজ সোর্সঃ

Connect On :